পুরুষের চেয়ে নারীর বুদ্ধি অনেক কম। তারা যখন শপিং এ যায়, তখন তাদের বুদ্ধি আরও কমে পুরুষের বুদ্ধির ৩ ভাগের ১ ভাগ হয়ে যায়। তাই নারীদের কখনই গাড়ি চালানোর অনুমতি দেওয়া উচিত নয়।
সৌদি আরবের এক মুসলিম পণ্ডিত সম্প্রতি এমন বিতর্কিত ও বৈষম্যমূলক মন্তব্য করে ফেঁসে গেছেন।
দেশটির দক্ষিণ প্রদেশের আসিরের গভর্নরের এক মুখপাত্র জানান, হিজরী নামের ওই বিশেষজ্ঞকে এমন অবিবেচক মন্তব্যের কারণে সব ধরনের ধর্মীয় কাজ থেকে বহিষ্কার করা হয়েছে।
সরকার এর মাধ্যমে স্পষ্ট ধারণা দিতে চায় যে, কেউ নারীদের নিয়ে এ ধরনের বৈষম্যমূলক বা তাদের খাটো করে কথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে না।
রক্ষণশীল সৌদি যখন তাদের চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে আসতে চাইছে, ঠিক তখনই এ ধরনের মন্তব্য করা হল।
সাম্প্রতিক সময়ে দেশটিতে নারীদের বাইরে যাতায়াত করা, গাড়ি চালানো, চাকরি ক্ষেত্রে প্রবেশ, নির্বাচনে অংশগ্রহণের মত বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে।
নিউজ রিপোর্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আল হিজরী দাবি করেন, নারীদের অর্ধেক বুদ্ধি। তারা যখন কেনাকাটায় যান তখন তা কমে পুরুষের ৩ ভাগের ১ ভাগ হয়ে যায়।
এ মন্তব্যের ভিডিও অনলাইনে প্রকাশিত হলে সমাজের বিভিন্ন দিক থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে।
সামাজিক মাধ্যমে বিক্ষোভকারীরা এ নিয়ে হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ জানান।
একজন লিখেছেন, তিনি (ওই বিশেষজ্ঞ) নিজে নিজে গর্ভবতী হয়েছেন, নিজে নিজেকে জন্ম দিয়েছেন, বেড়ে ওঠা পর্যন্ত ঘুমহীন রাত কাটিয়েছেন। এখন নিজে নিজেকে এক তৃতীয়াংশের মস্তিষ্কের নারী বলছেন। তিনি এবং তার মত পছন্দ করে এমন কাউকে যেকোনো স্থানে নিষিদ্ধ করা হোক।
No comments:
Post a Comment