২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। এরপরও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে অ্যাওয়ে ও চিলির বিপক্ষে হোম ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে।
দুঙ্গার পরিবর্তে নতুন কোচ হিসেবে তিতেকে নিয়োগ দেওয়ার পর ব্রাজিলের ফুটবলে যেন নবজোয়ার এসেছে। ৯ ম্যাচে শতভাগ জয় তুলে নিয়ে তারা তিতের আস্থার প্রতিদান দিয়েছেন। চলতি মাসের শুরুতে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করার মাধ্যমে ব্রাজিলে জয়রথ থামে। আগামী ৫ অক্টোবর লা পাজে বলিভিয়ার মুখোমুখি হবে তিতের শিষ্যরা। ৫ দিন পর সাও পাওলোতে বাছাই পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন চিলিকে আতিথ্য দিবে।
স্কোয়াড :
গোলকিপার : এ্যালিসন, কাসিও, এডারসন।
ডিফেন্ডার : ডানি আলভেস, ডানিলো, ফিলিপ লুইস, মার্সেলো, মিরান্ডা, মারকুইনহোস, থিয়াগো সিলভা, জেমারসন।
মিডফিল্ডার : কাসেমিরো, ফার্নানদিনহো, আর্থার, ফ্রেড, পলিনহো, রেনাটো অগাস্টো, উইলিয়ান, দিয়েগো, ফিলিপ কুটিনহো।
ফরোয়ার্ড : নেইমার, গ্যাব্রিয়েল জেসাস, রবার্তো ফারমিনহো, দিয়েগো টারডেলি।
গোলকিপার : এ্যালিসন, কাসিও, এডারসন।
ডিফেন্ডার : ডানি আলভেস, ডানিলো, ফিলিপ লুইস, মার্সেলো, মিরান্ডা, মারকুইনহোস, থিয়াগো সিলভা, জেমারসন।
মিডফিল্ডার : কাসেমিরো, ফার্নানদিনহো, আর্থার, ফ্রেড, পলিনহো, রেনাটো অগাস্টো, উইলিয়ান, দিয়েগো, ফিলিপ কুটিনহো।
ফরোয়ার্ড : নেইমার, গ্যাব্রিয়েল জেসাস, রবার্তো ফারমিনহো, দিয়েগো টারডেলি।
No comments:
Post a Comment