কানাডা ও জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন প্রধান বিচারপতি। এরপর বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বাসসভবনের দিকে রওনা হন তিনি।
প্রবাধ বিচারপতির দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব আনিসুর রহমান।
এর আগে অসুস্থ্য মেয়েকে দেখতে গত ৮ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি। আর কানাডায় বসবাসরত মেয়ের কাছে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করেন তিনি।
এছাড়া জাপানের প্রধান বিচারপতির আমন্ত্রণে ১৮ সেপ্টেম্বর কানাডা থেকে টোকিও যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সেখানে এশিয়ার প্রধান বিচারপতিদের একটি সম্মেলনে অংশ নেন তিনি। জাপানে প্রধান বিচারপতির সঙ্গে সফর সঙ্গী হন তার স্ত্রী সুষমা সিনহা এবং আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জকির হোসেন।
No comments:
Post a Comment