ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী (২৮ থেকে ৩০ নভেম্বর) প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস এই উৎসবের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাজিলে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দূতাবাসের জ্যৈষ্ঠ কূটনীতি, শিক্ষাবিদ, সিভিল সোসাইটির সম্মানিত সদস্যরাসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর উৎসবে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদর্শিত হয়। এর আগে ব্রাজিলে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা উপস্থিত অতিথিদের ইউনেসকো কর্তৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তির বিষয়টি অবহিত করেন।
এরপর জান্নাতুল ফেরদউস আইভি পরিচালিত চলচ্চিত্র ‘নীরবে’ প্রদর্শিত হয়। এই চলচ্চিত্র প্রদর্শন শেষে আলোচনা করেন ব্রাজিলের টিভি উপস্থাপক ও মঞ্চ অভিনেত্রী সিদা রেযেন্দে, অধ্যাপিকা ভেরনিক দুরান্দে ও কবি পেদ্র ভালেঞ্চে।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় জনপ্রিয় টিভি সাংবাদিক উইলিয়াম জিসেন্ত।
দ্বিতীয় দিন প্রদর্শিত হয় আবু সাইদ পরিচালিত ছবি রূপান্তর। ব্রাজিলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বিজয় রাঙ্গারাজান বাংলাদেশের সাম্প্রতিক চলচ্চিত্রের ধারা সম্পর্কে এবং ব্রাজিলে ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অভয় কুমার রূপান্তরের কাহিনি বিন্যাস নিয়ে আলোচনা করেন।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাস প্রধান কিরীটী চাকমা।
উৎসবের সমাপনী দিবসে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল আরি কিন্তেলা প্রদর্শনীর আগে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে বক্তব্য দেন। সবশেষে নাহিদা রহমান সুমনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি
এরপর জান্নাতুল ফেরদউস আইভি পরিচালিত চলচ্চিত্র ‘নীরবে’ প্রদর্শিত হয়। এই চলচ্চিত্র প্রদর্শন শেষে আলোচনা করেন ব্রাজিলের টিভি উপস্থাপক ও মঞ্চ অভিনেত্রী সিদা রেযেন্দে, অধ্যাপিকা ভেরনিক দুরান্দে ও কবি পেদ্র ভালেঞ্চে।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় জনপ্রিয় টিভি সাংবাদিক উইলিয়াম জিসেন্ত।
দ্বিতীয় দিন প্রদর্শিত হয় আবু সাইদ পরিচালিত ছবি রূপান্তর। ব্রাজিলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বিজয় রাঙ্গারাজান বাংলাদেশের সাম্প্রতিক চলচ্চিত্রের ধারা সম্পর্কে এবং ব্রাজিলে ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অভয় কুমার রূপান্তরের কাহিনি বিন্যাস নিয়ে আলোচনা করেন।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাস প্রধান কিরীটী চাকমা।
উৎসবের সমাপনী দিবসে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল আরি কিন্তেলা প্রদর্শনীর আগে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে বক্তব্য দেন। সবশেষে নাহিদা রহমান সুমনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি
No comments:
Post a Comment