Social Icons

Tuesday, December 5, 2017

১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ করলেই মৃত্যুদণ্ড

বারো বছরের কম বয়সী কোনও শিশুকে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান করে আইন করল ভারতের মধ্যপ্রদেশ। সোমবার মধ্যপ্রদেশ বিধানসভায় সর্বসম্মতিক্রমে এই বিলটি পাস হয়েছে।
পরবর্তী ধাপে এই বিলটি যাবে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে ভারতের রাষ্ট্রপতির কাছে।
নতুন এই বিলের নাম দেওয়া হয়েছে ‘দণ্ডবিধি (মধ্যপ্রদেশ সংশোধন) বিধেয়ক, ২০১৭। ’ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদনের পরেই এটি আইন হিসেব গণ্য হবে।
গত বছরের নিরিখে ভারতে রাজ্য হিসেবে ধর্ষণের শীর্ষে ছিল মধ্যপ্রদেশ। তার আগের বছরেও শীর্ষস্থানটি তারা ধরে রেখেছিল। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে পুরো ভারতে নথিভুক্ত ধর্ষণের ঘটনা ছিল ৩৮,৯৪৭। এর মধ্যে মধ্যপ্রদেশেই ছিল ৪,৮৮২টি ঘটনা। তার পূর্ববর্তী বছরের রিপোর্ট অনুযায়ী, ২০১৫ তে-ও মধ্যপ্রদেশে ছিল শীর্ষে।
সারা ভারতে ধর্ষণের মামলা হয়েছিল ৩৮,৯৪৭টি। মধ্যপ্রদেশে তখন ৪,৩৯১টি।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পৌরোহিত্যে রাজ্যের মন্ত্রিসভা গত সপ্তাহেই বিলটি অনুমোদন করেছিল। সেখানে ১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পক্ষে সবাই মত দেন। বিলে যদিও তিনটি প্রস্তাব ছিল। ১২ বছরের নীচে শিশুকে ধর্ষণে কমপক্ষে ১৪ বছরের কারাদণ্ড, আমৃত্যু কারদণ্ড নয়তো মৃত্যুদণ্ড।
বিল পাসের পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, যারা নাবালিকাদের ধর্ষণ করে তাদের বেঁচে থাকার অধিকারই নেই।
মেয়েদের যৌন নিগ্রহ ও হেনস্থার ঘটনায় কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করারও সুযোগও রয়েছে নতুন এই আইনে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates