Social Icons

Wednesday, December 6, 2017

তদারকির অভাবে নষ্ট হচ্ছে মালদ্বীপের শ্রমবাজার

মধ্যপ্রাচ্য, রাশিয়া, ইউরোপ আর চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভ্রমণের জন্য খুবই আর্কষণীয় দেশ মালদ্বীপ। পর্যটকনির্ভর এ দেশে প্রবাসী কর্মীদের আয় খুব ভালো। তবে বর্তমানে বৈধভাবে মালদ্বীপে কর্মী যাওয়া বন্ধ রয়েছে। কিন্তু বাংলাদেশিরা এ নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে অবৈধ পথে মালদ্বীপ যাচ্ছে। ফলে সেখানকার শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
মালদ্বীপ প্রবাসী জিহাদ আমিন জানান, বর্তমানে মালদ্বীপের সাথে বাংলাদেশের কোন জনশক্তি রপ্তানি চুক্তি নেই। যদিও আমরা র্সাকভুক্ত দেশ, তবুও মালদ্বীপের সাথে আমাদের কূটনৈতিক সর্ম্পক যে খুব ভালো- তেমনটা বলা যায় না। ফলে ওখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা খুবই প্রশ্নবিদ্ধ এবং কখনো কোন সমস্যা হলে স্বাভাবিকভাবেই তারা দূতাবাসের সহযোগিতা পায় না।
জনশক্তি রপ্তানি বিশ্লেষকদের দাবি, অফিসিয়াল হিসেব মতে মালদ্বীপে ৭০ থেকে ৮০ হাজার বাংলাদেশি আছে। কিন্তু অবৈধ পথে যাওয়া থেমে নেই। ফলে বর্তমানে সেখানে প্রায় এক লাখেরও বেশি বাংলাদেশি অবস্থান করছে। ফলে বাংলাদেশিদের জন্য ভবিষ্যতে কঠোর সিদ্ধান্ত নিতে পারে মালদ্বীপ। যেটা একটা সম্ভাবনাময় শ্রমবাজারের জন্য ঝুঁকিপূর্ণ।
উল্লেখ্য, মালদ্বীপে আমাদের বাংলাদেশি মানুষগুলো মাসে ক্ষেত্রবিশেষে দুইশ’ থেকে আটশ’ ডলার র্পযন্ত দেশে পাঠাতে পারতো। বর্তমানে অবৈধদের ভীড়ে কাজ ও মূল্যায়ন হারাচ্ছে বৈধ বাংলাদেশিরা। এখনই কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ না থাকলে দীর্ঘমেয়াদি প্রভাব পরতে পারে শ্রমবাজারে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates