রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হতে যাচ্ছে “থাউজেন্ড স্টোরিজ সিজন-২” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। আজ বৃহস্পতিবার ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘ছবি’ এর আয়োজনে এ অনুষ্ঠানটি বিকেল ৪টায় উদ্বোধন করা হবে।
এবারের আসরে মোট ১৫০টি বাঁচাই করা ছবি প্রদর্শিত হবে। এগুলোর থেকে প্রথম ৩টি ছবির আলোকচিত্রীকে দেওয়া হবে শীর্ষ তিনটি পুরস্কার।
প্রদর্শনীর প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে ‘কনসেপচুয়াল’ ক্যাটাগরিতে রজিবুল ইসলামের তোলা একটি ছবি। লাইফ স্টাইল ক্যাটাগরিতে ইসমাইল খান নাঈমের তোলা ছবি পায় দ্বিতীয় পুরস্কার। আর হিমেল নবীর ওয়াইল্ড লাইফ ক্যাটাগরিতে তোলা ছবি হয় তৃতীয়।
ফেসবুক গ্রুপ ‘ছবি’ এর সভাপতি তৌহিদ পারভেজ বিপ্লব জানান, অনলাইনে দেশ ও বিদেশের আলোকচিত্রীদের কাছ থেকে ছবি আহ্বান করা হয়। এতে ৮২০ জন আলোকচিত্রী মোট ৪০৮০টি ছবি জমা দেন। আবদুস এস আলিম, তানভির রোহান এবং ইউসুফ তুষারের বিচারক প্যানেল ১৫০টি ছবি বাঁচাই করেন। সেখান থেকেই বাঁছাই করা হয় শীর্ষ তিন ছবি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও ব্যবসায়ী আফজাল করিম, তাজমা সিরামিক এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মতিউর রহমান এবং বগুড়া ফটোগ্রাফি ক্লাবের সভাপতি ডা. মোসাদ্দেক রহমান।
শুরু হওয়া এ প্রদর্শনীটি চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাট ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
এই প্রদর্শনীতে তরুণ ফটোগ্রাফার মোঃ নূর হোসেনের একটি ছবি বাছাই করেছেন বিচারকরা। বর্তমানে ব্রাজিলের একমাত্র বাংলা অনলাইন পত্রিকা ‘ওয়ার্ল্ড নিউজ বিবি’ ও দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ অফ বাংলাদেশ’ ডটনেট এ কর্মরত আছেন ফটোগ্রাফার নূর হোসেন। এছাড়াও দেশ-বিদেশে ফটোগ্রাফির উপর অসংখ্যা পুরস্কার অর্জন করেছেন নূর হোসেন।
এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি ‘ঢাকা নিউজ এক্সপ্রেস’কে বলেন, অাসলেই এর আগে ফটোগ্রাফির উপর অনেক পুরস্কার অর্জন করেছি। ফটোগ্রাফি আমার পেশা-নেশা যাইই বলুন কেনো। তবে প্রথমবারের মতো আমার ছবি প্রদর্শীনর জন্য সিলেক্ট হয়েছে। যেখানে দেশের অনেক বড় বড় ফটোগ্রাফারের ছবির সাথে আমার ছবি নির্বাচিত হয়েছে। তাই বেশি আনন্দ লাগছে। প্রদর্শনীতে আমি তিনটি ছবি দিয়েছিলাম। নির্বাচকরা আমার একটি ছবি পছন্দ করেছেন। কৃতজ্ঞতা-ধন্যবাদ জানায় বিচারকদের প্রতি যারা আমার ছবিটি প্রদর্শনীর জন্য নির্বাচন করেছেন। আপনাদের মাধ্যমে সবার প্রতি অনুরোধ রইলো প্রদর্শনীটি ঘুরে যাওয়া জন্য।
No comments:
Post a Comment