রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ৮টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে বেদীতে ওঠেন। এরপর প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সোমবার ভোর থেকেই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নামে লাখো মানুষের ঢল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শোকের প্রতীক কালো পোশাক পরে এসেছেন সবাই। সবার হাতে রয়েছে ফুল ও তোড়া।
উল্লেখ্য, আজ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। পুরো দেশ বিনম্র শ্রদ্ধায় ১৪ ডিসেম্বর ষড়যন্ত্রকারীদের হাতে নিহত দেশের শ্রেষ্ঠ ও মেধাবী সন্তানদের স্মরণ করছে।
No comments:
Post a Comment