পাকিস্তানের আফগান সীমান্তবর্তী শহরে কাপড়ের মার্কেটে জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ হয়েছে। এই ঘটনায় আরো ৬২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
গতকাল রবিবার আফগান সীমান্তবর্তী কুররম জেলার প্র্রধান শহর পারাচিনারের ঈদগাহ্ বাজারে বোমা বিস্ফোরণে শহরের একটি পুরনো কাপড়ের মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। আহত ৬২ জনকে তাৎক্ষণিক স্থানীয় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে নেয়া হয়েছে। এটা আত্মঘাতী না, দূরনিয়ন্ত্রিত বোমার হামলা প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেনি তদন্তকারী দল। পুরোনো কাপড়ের বস্তার নিচে ৩৫ থেকে ৪০ কেজি বিস্ফোরকের মাধ্যমে হামলাটি হয়।
ডন।
No comments:
Post a Comment