দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়ার সঙ্গে নতুন করে আলোচনার প্রস্তাব দেয়ার পরিকল্পনা তাদের নেই। দুই কোরিয়ার ব্যতিক্রমী উচ্চ পর্যায়ের বৈঠক ভেস্তে যাওয়ার পর সোমবার সিউল এ কথা জানালো।
পুনরায় বসার কোন অঙ্গীকার কিংবা চুক্তি ছাড়াই উভয় দেশের মধ্যে দুদিন ধরে চলা উপ-মন্ত্রী পর্যায়ের বৈঠক শনিবার শেষ হয়। বৈঠক ভেস্তে যাওয়ার জন্যে উভয় দেশ একে অপরকে দায়ী করে। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে সিউল অস্বীকৃতি জানিয়েছে উত্তর কোরিয়া দেশটির বিরুদ্ধে এমন অভিযোগ করেছে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার অভিযোগ পিয়ংইয়ং মানবিক বিষয়ের চেয়েও অর্থনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের প্রধান আলোচনা অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পিয়ংইয়ং তা প্রত্যাখ্যান করে। সিউলের পুন:একত্রীকরণ মন্ত্রণালয় সোমবার বলেছে, শিগগীরই তারা নতুন করে আমন্ত্রণের কোন প্রস্তাব দেবে না। মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়ং জুন-হি সাংবাদিকদের বলেন, এ মুহূর্তে আমরা নতুন কোন আলোচনার প্রস্তাব বিবেচনা করছি না।
এএফপি।
No comments:
Post a Comment