Sunday, January 3, 2016
সাম্বা ডি’অর নেইমারের
ব্যালন ডি’অরের সেরা তিনে আছে নেইমারের নাম। শেষ পর্যন্ত মেসি ও রোনালদোকে পাশ কাটিয়ে সেটা নেইমার পেয়ে যাবেন কি না, সেই প্রশ্নের উত্তরে অপেক্ষা আরো কিছুদিনের। তবে তার আগেই আরেকটি ‘ডি’অর’ বা ‘সোনালি স্পর্শ’ পেয়ে গেছেন বার্সেলোনায় খেলা এ ব্রাজিলিয়ান। ইউরোপে খেলা সেরা ব্রাজিলিয়ান ফুটবলারের পুরস্কার ‘সাম্বা ডি’অর’ পেয়েছেন নেইমার। এ নিয়ে দ্বিতীয়বার পুরস্কারটা পেলেন সান্তোস থেকে বার্সেলোনায় আসা এই ব্রাজিলিয়ান। দুই লাখেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারীর দেওয়া ভোটের প্রায় ৩৮ শতাংশ পেয়ে পুরস্কারটি পেয়েছেন নেইমার। ১৩.৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বায়ার্ন মিউনিখে খেলা দগলাস কোস্তা আর ইন্টার মিলানে খেলা ফিলিপে মেলো ৯.৩৯ শতাংশ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়। সাম্বাফুট
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment