নভেম্বর ২১, ২০১৫ আর জানুয়ারি ২, ২০১৬। মাঝে এক মাসেরও বেশি সময়, আট ম্যাচ ধরে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের সেই জয়খরা ঘুচেছে কাল, সোয়ানসিকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়েই নতুন বছরটা শুরু করেছে ম্যানইউ। অ্যান্থনি মার্সিয়ালের গোলে এগিয়ে যাওয়ার পর সিগুর্ডসনের সমতাফেরানো গোলে আরো একটি জয়খরার শঙ্কা তৈরি হলেও ম্যাচের ৭৭ মিনিটে দারুণ ব্যাকহিলে করা ওয়েইন রুনির গোল নিশ্চিত করে ম্যানইউর জয় (২-১)। বার্সেলোনা পারেনি কাতালান ডার্বি জিততে, এস্পানিওলের মাঠ থেকে গোলশূন্য ড্র করেছে লুই এনরিকের শিষ্যরা। ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিভারপ্লেটের বিপক্ষে যে একাদশ সাজিয়েছিলেন এনরিকে, কাতালান ডার্বিতেও ছিল একই দল। গোলের বেশ কিছু সুযোগ পেয়েছেন ‘এমএসএন’, মেসি ও সুয়ারেসের শট ফিরে এসেছে বারে লেগে আর নেইমারের চাতুরিও হয়েছে ব্যর্থ। তাই বছরটা তাদের শুরু হলো গোলশূন্য ড্র দিয়ে। তাতে বার্সেলোনার ১৭ ম্যাচে হলো ৩৯ পয়েন্ট, পয়েন্ট টেবিলে অবশ্য তারা শীর্ষেই আছে। সমান ম্যাচে আতলেতিকো মাদ্রিদের ৩৮ আর রিয়ালের ৩৬ পয়েন্ট। আপটন পার্কে ওয়েস্টহামের কাছে ২-০ গোলে হেরেছে লিভারপুল। ম্যাচের দশম মিনিটে এনর ভ্যালেন্সিয়ার ক্রসে মাইকেল আন্তোনিওর হেড এগিয়ে দেয় ‘হ্যামার’দের। লিভারপুলেরই সাবেক ফুটবলার অ্যান্ডি ক্যারলের আরেকটি হেডে ব্যবধান হয় ২-০। বছরের শেষ দিনটা সান্ডারল্যান্ডের সঙ্গে জিতে নববর্ষের পার্টিটা আমোদে কাটালেও প্রথম হার নিঃসন্দেহে মন খারাপ করে দেবে অলরেডদের। খেলোয়াড়রা হয়তো ক্লপের সামনে যেতেই ভয় পাবেন, কারণ সংবাদ সম্মেলনেই তাঁর রাগটা ছিল স্পষ্ট, ‘আমার এত রাগ লাগছে যে বলার মতো নয়। লঁরা কোসিয়েলনির একমাত্র লক্ষ্যভেদে আর্সেনাল ১-০ গোলে জিতেছে নিউক্যাসলের সঙ্গে, লিস্টার গোলশূন্য ড্র করেছে বোর্নমাউথের সঙ্গে আর সান্ডারল্যান্ড ৩-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে।
ইএসপিএনএফসি
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment