Friday, January 8, 2016
ধোনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ভারতের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন দলকে নিয়ে আছেন অস্ট্রেলিয়ায়। কিন্ত দেশে যে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে! ভারতের অনন্তপুরের একটি আদালত এই পরোয়ানা দিয়েছে। ২৫ ফেব্রুয়ারি তাকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। একটি ম্যাগাজিনের কাভারে ধোনির উপস্থিতি নিয়ে এই ঝামেলা। হিন্দুদের দেবতা বিষ্ণু রূপে ওই কাভারে হাজির করা হয় ধোনিকে। ঘটনা ২০১৩ সালের। আর ম্যাগাজিনটি ছিল বিজনেস টুডে। সেখানে দেখা যায় বিষ্ণু রূপের ধোনির হাতে নানা ধরনের বিজ্ঞাপনী পণ্য। একটা হাতে আবার জুতো আছে। সামাজিক কর্মী জয়কুমার হিরেমাথ বিষয়টি নিয়ে আদালতে যান। ধোনির বিরুদ্ধে তিনি একটি অভিযোগ দায়ের করেন। ভারতের উচ্চ আদালত এই মামলার ব্যাপারে বলেছিলেন, "এই সেলিব্রিটিরা দায়িত্বজ্ঞানহীনভাবে বিজ্ঞাপনে সই করে থাকে। কি সমস্যা হতে পারে তা না ভেবে তাদের লক্ষ থাকে সহজে টাকা কামানো।"
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment