Friday, January 8, 2016
প্রকাশ্যে নিজের মায়ের মৃত্যুদণ্ড কার্যকর করল আইএস সদস্য
প্রকাশ্যে নিজের মায়ের মৃত্যুদণ্ড কার্যকর করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক সদস্য। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সিরিয়ার রাক্কাতে একটি পোস্ট অফিসের বাইরে আলি শিকর (২১) নামের এক আইএস সদস্য নিজ হাতে তার মা লিনা আল-কাসেমের (৪৫) মৃত্যুদণ্ড কার্যকর করে। ২০১৩ সালের আগস্টে রাক্কা দখলের পর থেকে শহরটিকে নিজেদের রাজধানী বলে ঘোষণা করে আইএস। জঙ্গি এই গোষ্ঠিটি সাধারণত কোনো সমালোচনা সহ্য করে না। সমালোচনাকারীদের প্রকাশ্যে নির্মম শাস্তি দিয়ে থাকে তারা। নিহত লিনা আল-কাসেম তার ছেলেকে বলেছিল, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এতে গোষ্ঠীটি পরাজিত হবে। সে তার ছেলেকে শহরটি ছেড়ে যেতে রাজি করানোর চেষ্টা করছিল। পরে এই তথ্য তার ছেলে তার দলকে জানালে তারা তার মাকে হত্যা করার নির্দেশ দেয়। নির্দেশ অনুসারে আল শিকর একটি পোস্ট অফিসের বাইরে শত শত মানুষের সামনে তার মাকে গুলি করে হত্যা করে। উল্লেখ্য, লিনা আল-কাসেম ওই পোস্ট অফিসেই চাকরি করত।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment