Monday, January 4, 2016
হিডিঙ্কের ছোঁয়ায় চেলসিতে গোলের উৎসব
জোসে মোরিনহো এখন অতীত। নতুন বছরে খুস হিডিঙ্কের চেলসি যেন আবারও প্রাণ ফিরে পেল! রবিবার ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ৩-০ গোলে জিতল গতবারের চ্যাম্পিয়নরা। পুরনো ফর্মে ফেরার ইঙ্গিত। রবিবার গোলের পর উল্লসিত কোস্তা।—এএফপি পরিসংখ্যান জানাচ্ছে, চলতি ইপিএলে এই প্রথম কোনও ম্যাচে এত বড় ব্যবধানে জিতলেন জন টেরি-রা। চেলসির এই পাল্টে যাওয়ার পিছনে কী রহস্য লুকিয়ে রয়েছে? আন্তর্বর্তীকালীন ম্যানেজার হিডিঙ্ক বলছেন, ‘‘আমি ফুটবলারদের প্রত্যেকদিন একটা পরামর্শ দিয়ে থাকি যে, প্রাণ খুলে ফুটবল খেলো। এই স্বাধীনতা না পেলে ওদের পক্ষে ভাল কিছু করা সম্ভব নয়। আমি ওদের জন্য গর্বিত।’’ ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখন ১৪ নম্বরে রয়েছে চেলসি। কিন্তু তারপরেও অস্থির চেলসি ড্রেসিংরুমে হিডিঙ্ক যেভাবে সংহতির মেজাজ ফিরিয়ে এনেছেন, তা এই মুহূর্তে স্ট্যামফোর্ড ব্রিজ ভক্তদের কাছে অনেক বেশি স্বস্তিদায়ক। ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল করেন মোরিনহো জমানার বাতিল তারকা অস্কার। বিরতির পর ব্যবধান বাড়িয়ে যান উইলিয়ান এবং দিয়েগো কোস্তা। ম্যাচের পর চেলসি অধিনায়ক জন টেরি বলেছেন, ‘হিডিঙ্ক দায়িত্ব নেওয়ার পর দলের চেহারা অনেক পাল্টে গিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, আমরা মরসুমটা ভালভাবে শুরুই করতে পারিনি। কিন্তু এখনও অনেকটা সময় রয়েছে। অনেক অঘটন হতে পারে। একজোট হয়ে ভাল ফুটবল খেলে আমাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।’
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment