মৌলবাদী জঙ্গিদের প্রাণ নাশের হুমকির শিকার বাংলাদেশি ব্লগারদের কানাডায় রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য দেনদরবার শুরু করছে কানাডার একটি বেসরকারি সংস্থা। ইতিমধ্যে একজন বাংলাদেশি ব্লগারের রাজনৈতিক আশ্রয় পাওয়ার ব্যাপারে সংস্থাটি সহায়তা করেছে। শিগগিরই তারা এ ব্যাপারে অটোয়ায় ফেডারেল সরকারের কাছে আবেদন জানাবে বলে জানা গেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক এরিক এডরিয়ান স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, ফেডারেল সরকার আগামী দিনগুলোতে সিরিয়া থেকে যে ২৫ হাজার শরণার্থী আনার পরিকল্পনা করেছেন,বাংলাদেশের ৫০ জন ব্লগারকে শরণার্থী হিসেবে নিয়ে এলে সরকারের সামান্যই শ্রম হবে। বাংলাদেশে নাস্তিক আখ্যা দিয়ে ইতিমধ্যে বেশ কয়েকজন ব্লগার, মুক্তমনা লেখক এবং প্রকাশককে 'মুসলিম উগ্রপন্থীরা' খুন করেছে। আরো অনেককেই প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যে রায়হান আবীর নামের একজন মুক্তমনা লেখক স্বপরিবারে কানাডায় রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। ইতিমধ্যে তাদের একটি কন্যাসন্তানেরও জন্ম হয়েছে। জানা গেছে, সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে নাস্তিকতাবাদের কারণে ধর্মীয় উগ্রপন্থীদের রোষানলে পড়া মুক্তমনা লেখকদের সহায়তা করে দিয়ে থাকে। ইতিমধ্যে তারা সৌদি আরব, পাকিস্তান এবং মিশরের ২৫ জন মুক্তমনা লেখককে কানাডায় রাজনৈতিক আশ্রয় পেতে সহায়তা করেছে। সর্বশেষ বাংলাদেশি মুক্তমনা লেখক রায়হান আবীর ও তার স্ত্রী সামিয়াকে রাজনৈতিক আশ্রয় পেতে সহায়তা করে সংস্থাটি। জানা যায়, প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে একটি সেমিনারে যোগ দিতে রায়হান টরন্টোতে আসেন। এখানে এই সংস্থাটির সাথে তার যোগাযোগ হয়। গত সেপ্টেম্বর মাসে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। নভেম্বর মাসেই তার আবেদন অনুমোদন পায়। তার আগেই অবশ্য তার অন্তস্বত্ত্বা স্ত্রী কানাডায় এসে পৌঁছান। তারা এখন টরন্টোতে বসবাস করছেন। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে চরমপন্থীদের হুমকির শিকার হওয়া মুক্তমনা লেখকদের শরণার্থী হিসেবে কানাডায় আশ্রয় দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমান কোটা দাবি করে দেনদরবার করছে সংস্থাটি।
সূত্র-নতুন দেশ
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment