Wednesday, January 6, 2016
বন্ধ হলো বাংলাদেশীদের জন্য পারাগুয়ের ভিসা
লেটিন আমেরিকার দেশ পারাগুয়ে। এক সময় এদেশে বাংলাদেশী সহ সকল প্রবাসী ব্যবসা করে ভালো অবস্থান তৈরী করেছে। এখন সারা পৃথিবীর মন্দা প্রভাব এদেশেও পরেছে। পারাগুয়ে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে কেও কেও এদেশে এসেছেন ২০ /২৪ বছর আগে। তারা সবাই পরিবার নিয়েই আছেন এখানে। বলিভিয়ার পর যেসব বাংলাদেশী আমেরিকা বা ব্রাজিল যাওয়ার ট্রানজিট দেশ পছন্দ করতেন তা হলো পারাগুয়ে। কিন্ত গত সপ্তাহে পারাগুয়ে পররাষ্ট্র মন্ত্রনালয় এক বার্তায় জানানো হয় সম্প্রতি ভিসা জালিয়াতি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজের জন্য বাংলাদেশীদের যেন নতুন করে ভিসা দেয়া না হয়। যেহেতু ভিসা বন্ধ এই মুহুর্তে বাংলাদেশীরা জাল ভিসা নিয়ে আসতে পারে পারাগুয়েতে। তাই পারাগুয়ে ইমিগ্রেশন কে সতর্ক করা হয়েছে। যদি কোনো ইমিগ্রেশন কর্মকর্তার দুর্নীতি এতে ধরা পরে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন বেবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রনালয়। সম্প্রতি ২০১৩ সালে বলিভিয়া এক বাংলাদেশী দালাল ও পাকিস্তানি দালাল এর কারণে সে দেশের পররাষ্ট্র মন্ত্রনালয় বাংলাদেশ , ইন্ডিয়া ,পাকিস্তান পাসপোর্ট এ বলিভিয়া ভিসা না দেয়ার নির্দেশ দেন। এবং সেটা অনির্দিষ্ট কালের জন্য। আজ পর্যন্ত বলিভিয়া ভিসা বাংলাদেশীদের জন্য বন্ধ রয়েছে। এবার বন্ধ হলো পারাগুয়ে ভিসা। তবে মন্ত্রনালয় সুত্রে জানা যায়, পারাগুয়ে গুয়েন্দা সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে ভিসা জালিয়াতির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment