Monday, January 25, 2016
ব্রাজিলে কারাগার থেকে ৪০ বন্দির পলায়ন
ব্রাজিলে জেল থেকে ৪০ বন্দি পালিয়ে গেছেন। চলতি সপ্তাহে এ নিয়ে দেশটিতে দ্বিতীয়বারের মতো জেল থেকে বন্দি পালানোর ঘটনা ঘটল। বিবিসি বলছে, ব্রাজিলের হেসিফি শহরে এ ঘটনা ঘটেছে। কারাগারের বাইরের একটি প্রাচীরে বোমা বিস্ফোরণে গর্ত তৈরি করে বন্দিরা পালিয়ে যায়। পরবর্তী সময়ে স্থানীয় রাস্তায় পুলিশের অভিযানে অধিকাংশ বন্দি ধরা পড়েন। কিন্তু এদের মাঝে দুজন নিহত হন। গেল বুধবার ব্রাজিলের অপর একটি কারাগার থেকে ৫৩ জন বন্দি পালিয়ে যায়। তাদের মধ্যে মাত্র ১৩ জনকে পরবর্তী সময়ে ধরা সম্ভব হয়েছে। ব্রাজিলের টেলিভিশনে ফেরি দামিয়াও দে বোজানো নামক কারাগারের প্রাচীরে বিস্ফোরণের মুহূর্তটি সম্প্রচার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এটি সংগ্রহ করা হয়েছে। বিস্ফোরণের মিনিটখানেক আগে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি প্যাকেট কারাপ্রাচীরের কাছে ফেলে দ্রুত সেই স্থান থেকে চলে যান। তাতে আরও দেখা যায়, বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যেই ডজনেরও বেশি বন্দি কারাপ্রাচীরের গায়ে সৃষ্টি হওয়া গর্ত দিয়ে বেরিয়ে আসেন এবং রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে যান।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment