জাতিসংঘের শান্তিরক্ষী সৈন্যদের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ বেড়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘে। সংস্থাটির বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ২০১৫ সালে মোট ৬৯টি যৌননিপীড়নের ঘটনা ঘটেছে, যার সংখ্যা ২০১৪ সালে ছিল ৫২টি।
প্রতিবেদনে বলা হয়, মোট ২১টি দেশ থেকে আসা শান্তিরক্ষীরা এসব ঘটনায় জড়িত ছিল। এই দেশগুলোর মধ্যে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, জার্মানি, ঘানা, সেনেগাল, মাদাগাস্কার, রোয়ান্ডা, কঙ্গো রিপাবলিক, বুরকিনা ফাসো, ক্যামেরুন, তানজানিয়া, স্লোভাকিয়া, নিজের , মলদোভা, টোগো, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, বেনিন, নাইজেরিয়া, গ্যাবন এবং কানাডা।
প্রথমবারের মতো এই রিপোর্টে সবগুলো দেশ ও সৈন্যদের নাম উল্লেখ করা হলো। শান্তিরক্ষীদের মধ্যে সেনাবাহিনী, আন্তর্জাতিক পুলিশ, স্বেচ্ছাসেবক এবং অন্যান্য কর্মীরাও রয়েছেন। ২০১৫ সালে যে ৬৯টি যৌন অপরাধের অভিযোগ এসেছে - তার মধ্যে এক তৃতীয়াংশই এসেছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে।
জাতিসংঘের রিপোর্টে এ ধরণের অভিযোগের তাৎক্ষণিক কোর্টমার্শাল এবং সব শান্তিরক্ষীদের ডিএনএ ডাটাবেজ তৈরি করার আহ্বান জানানো হয়েছে। বিবিসি
No comments:
Post a Comment