ভেনিজুয়েলায় সুপ্রিম কোর্টের একটি রায়ের বিরুদ্ধে বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটেছে। বুধবারের এ সংঘর্ষের সময় ছাত্ররা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে।
সুপ্রিম কোর্ট আইনসভার ক্ষমতা খর্ব করার জন্যই এই রায় দেয় ।আইনসভায় বিরোধীদের প্রাধান্য রয়েছে। পশ্চিমাঞ্চলীয় নগরী সান ক্রিস্টোবালে ভেনিজুয়েলার পতাকার রঙের মুখোশ পড়ে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রাখে। এই নগরীটিই ২০১৪ সালে ভেনিজুয়েলায় সরকারি বিরোধী বিক্ষোভের সূতিকাগার। মঙ্গলবার দেশটির উচ্চ আদালতের জারি করা একটি একটি রুলের বিরুদ্ধে নতুন এই বিক্ষোভটি হয়েছে। গভর্নর জোস ভিয়েলমা মোরে টুইটারে বলেন, ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে।
তিনি আরো বলেন, বিক্ষোভকারীরা জাতীয় পরিষদের সমর্থনে সহিংস আচরণ করেছে। জাতীয় পরিষদ আইনের শাসনকে লঙ্ঘন করতে চাচ্ছে। বিরোধী দল ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়লাভ করার পর ভেনিজুয়েলার রাজনৈতিক অঙ্গন আবার উত্তপ্ত হতে শুরু করেছে। এএফপি।
No comments:
Post a Comment