গায়ানার রাজধানী জর্জটাউনে একটি কারাগারের ভেতরে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বন্দির মৃত্যু হয়েছে। দেশটির গণনিরাপত্তা মন্ত্রী খেমরাজ রামজাত্তানের বরাতে বিবিসি বলছে, ক্যাম্প স্ট্রিট কারাগারের ভেতরের পরিবেশ নিয়ে অসন্তোষের জেরে বন্দিরা প্রতিবাদ হিসেবে তাদের বালিশ-তোশকে আগুন ধরিয়ে দেয়।
রামজাত্তান জানান, ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি রাখা ও বিচার কাজের দীর্ঘসূত্রিতার প্রতিবাদ জানাচ্ছিলেন কারাবন্দিরা।
তিনি আরো জানান, কারাগারের ভেতরে বেআইনি পণ্য আনা-নেয়ার বিষয়ে পুলিশ অভিযান চালানো শুরু করার পর এই ঘটনা ঘটান প্রতিবাদকারীরা। আগুনে আহত কারাবন্দিদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শত শত মানুষ কারা ফটকের কাছে জড়ো হন তাদের বন্দি আত্মীয়দের খোঁজ-খবর জানার জন্য।
৭৭৫ জন বন্দি ধারণক্ষম ক্যাম্প স্ট্রিট কারাগারে বর্তমানে এক হাজারেরও বেশি বন্দি রাখা হয়েছে।
No comments:
Post a Comment