আয়লান কুর্দি ও আরো চার শরণার্থীর মৃত্যুর ঘটনায় তুরস্কের আদালত দুই জন সিরীয় নাগরিকের চার বছরের কারাদণ্ড দিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে তুরস্কের সৈকতে আয়লান কুর্দির ভেসে আসা নিথর দেহের ছবি সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। গ্রিসের কস দ্বীপে যাওয়ার চেষ্টাকালে আয়লানের সঙ্গে তার পাঁচ বছরের ভাই ও মাও মারা যান।
দণ্ডপ্রাপ্ত সিরিয়ান নাগরিক মুফাওয়াকা আলাবাস ও আসেম আলফ্রাহাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে 'ইচ্ছাকৃত অবহেলার কারণে মৃত্যু' ঘটানোর অভিযোগ থেকে রেহাই পেয়েছেন তারা। আয়লানের মৃতদেহ যে যায়গায় পাওয়া গিয়েছিল সেখানকার আদালতেই এই বিচার হয়। দুজনকে প্রথমে ৩৫ বছর করে সাজা দেয়া হলেও তাদের আপিলের প্রেক্ষিতে রায় পুনর্বিবেচনা করা হয়।
প্রতিদিনই হাজার হাজার শরণার্থী যুদ্ধের হাত থেকে বাঁচতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন। এর মধ্যে শুধু জার্মানিতেই গত এক বছরে প্রায় ১১ লাখ অভিবাসী গিয়েছেন। সূত্র: বিবিসি
No comments:
Post a Comment