Social Icons

Wednesday, March 16, 2016

উপজেলায়ও চক্ষু বিশেষজ্ঞ থাকবে: প্রধানমন্ত্রী

জেলা-উপজেলার হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞদের সেবা দেয়ার ব্যবস্থা করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ চক্ষু বিজ্ঞান চিকিত্সক সমিতির ৪৩তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এইকথা বলেন।
 
শেখ হাসিনা বলেন, আপনারা যারা চক্ষু চিকিত্সক, চক্ষু বিশেষজ্ঞ আছেন, বাংলাদেশ যেন সব সময় আলোকিত ভবিষ্যত্ পায় সে লক্ষ্যে কাজ করবেন।
 
তিনি বলেন, সব পর্যায়ের মানুষের কাছে উন্নত চিকিত্সা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে তার সরকার। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া আমাদের মৌলিক দায়িত্ব।আমরা চাই, আমাদের দেশের মানুষ যেন মানসস্মত চিকিত্সা পায়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি।
 
প্রধানমন্ত্রী বলেন, উন্নত চক্ষু চিকিত্সাসেবার লক্ষ্যে গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট গড়ে তোলা হচ্ছে। হাসপাতালগুলোতে সার্বক্ষণিক চিকিত্সা সেবার ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হয়েছে।
 
তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করার চিন্তা-ভাবনা রয়েছে  সরকারের। তবে এক্ষেত্রে ঢাকার বাইরে শিক্ষক পাওয়ার সমস্যা রয়েছে।
 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চোখের চিকিত্সায় অবদানের জন্য আলীম মেমোরিয়াল গোল্ড মেডেল ২০১৬ প্রদান এবং চোখের রোগে করণীয় শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates