Tuesday, May 3, 2016
কিউবায় প্রথম মার্কিন প্রমোদতরী
কিউবার রাজধানী হাভানায় ৫০ বছরেরও বেশি সময় পরে প্রথমবারের মতো ভিড়েছে যুক্তরাষ্ট্রের একটি প্রমোদতরী। প্রায় ৭০০ আরোহী নিয়ে অ্যাডোনিয়া নামের এই প্রমোদতরীটি ফ্লোরিডার মিয়ামি বন্দর থেকে রোববার কিউবার পথে পাড়ি জমায়। খবর বিবিসির। গত বছর যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে দীর্ঘদিনের বৈরিতা অবসান ঘটে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন করে চালু হয়। তারপরও দুই দেশের মধ্যে ভ্রমণ ও বাণিজ্যে স্নায়ুযুদ্ধকালীন বেশ কিছু নিষেধাজ্ঞা রয়ে যায়। তবে কিউবা সমুদ্রপথে নিজে দেশের নাগরিকদের গমন এবং বাইরে থেকে নাগরিকদের আগমনের ওপর কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় দেশটিতে মার্কিন প্রমোদতরীর এভ্রমণ সম্ভব হয়েছে। হাভানার ঔপনিবেশিক যুগের পুরোনো শহরে সোমবার গিয়ে ভেড়ে তরীটি। এটি বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হাত নেড়ে স্বাগত জানায় কিউবার নাগরিকরা। তরীর রেলিংয়ে দাঁড়িয়ে থাকা আরোহীরা এ ঐতিহাসিক মুহূর্তের ছবি তুলতে শুরু করে। প্রমোদতরী ভ্রমণের আয়োজনকারী প্রতিষ্ঠান মার্কিন কোম্পানি কার্নিভ্যাল। যুক্তরাষ্ট্র ও কিউবা সরকার তাদেরকে দুই দেশ থেকে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। আগে কিউবার নাগরিকরা শুধু বিমানপথে দেশে প্রবেশ করা বা দেশ ছাড়ার অনুমতি পেত। তবে এক সপ্তাহ আগে কিউবার নাগরিকদের ওপর থেকে সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা তুলে নেয় কর্তৃপক্ষ। ১৯৫৯ সালের কিউবা বিপ্লবের আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও কিউবার মধ্যে যোগাযোগের মূল মাধ্যম ছিল ফেরি ও প্রমোদতরী। তবে এখন থেকে অ্যাডোনিয়া প্রমোদতরী প্রতি সপ্তাহেই মিয়ামি থেকে কিউবা যাবে বলে জানা গেছে।
Labels:
আন্তর্জাতিক,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment