Tuesday, May 3, 2016
ইউরোপে তুরস্কের নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ
তুরস্কের নাগরিকদের ইউরোপিয় ইউনিয়নের সেনজেনভুক্ত দেশগুলোতে বিনা ভিসায় ভ্রমন করার অনুমতি দিতে যাচ্ছে ইউরোপিয় কমিশন। জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে অবৈধভাবে গ্রিসে আসা শরনার্থীদের তুরস্কের অস্থায়ী শরনার্থী শিবিরে ফেরত পাঠানোর চুক্তির অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ইউরোপীয় কমিশন বুধবার এ সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। খবর বিবিসির। তুরস্ক হয়ে আসা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিপুল সংখ্যক শরণার্থী ইউরোপের দেশগুলোর জন্য রাজনৈতিক সঙ্কট তৈরি করেছে। তুরস্কের সঙ্গে সম্প্রতি ইইউর যে চুক্তি হয়েছে তাতে কোনো শরণার্থীর আশ্রয় প্রার্থনার আবেদন খারিজ হলে তাকে ফেরত নেবে তুরস্ক। তবে তুরস্কে যত সিরীয় অভিবাসীকে আশ্রয় দেবে তাদের মধ্যে প্রতি দুজন থেকে একজনকে নেবে ইউরোপ।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment