আফগানিস্তান সংলগ্ন চাহাবার বন্দর সংযোগকারী বাণিজ্য রুটটি পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী। খবর ডন অনলাইনের।
সোমবার ‘দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা, বিপত্তি এবং আঞ্চলিক অস্থিতিশীলতা’ শীর্ষক এক আলোচনায় এ কথা জানান বক্তারা। ইরান, আফগানিস্তান এবং ভারতীয় নেতাদের মধ্যে বাণিজ্য রুট সংক্রান্ত এক চুক্তি হয়। চুক্তির এক সপ্তাহ পর সাবেক প্রতিরক্ষামন্ত্রীরা এমন হুঁশিয়ারি দিলেন।
তিনদিনের এই ওয়ার্কশপে অবসরপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আসিফ ইয়াসিন মালিক বলেন, তিন দেশের এ মৈত্রী জোট পাকিস্তানের জন্য হুমকিস্বরূপ। এ সময় তিনি পাকিস্তানের বিচ্ছিন্ন হয়ে পড়ারও আশঙ্কা প্রকাশ করেন। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় এনে এই মন্ত্রী বলেন, দেশটি প্রাথমিকভাবে বিচ্ছিন্নতার অতলে তলিয়ে যাচ্ছে তার নিজের ভুলের কারণে এবং আংশিকভাবে অন্যান্য দেশের প্রতি বৈরী মনোভাব পোষণ করাও এ জন্য দায়ী।
ইরান বেশ কিছুদিন ধরেই ভারত ও আফগানিস্তানের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে এ চুক্তি নিয়ে ইসলামাদে তেহরানের রাষ্ট্রদূত মেহেদি হোনাদুস্ত বলেছেন, পাকিস্তান এবং চীন চাহাবার চুক্তিতে যুক্ত হতে পারে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, গাওয়াদার এবং চাহাবার বন্দরের মধ্যে কোনো বৈরিতা নেই। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র দফতর গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ঐ বন্দরকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে না, বরং গাওয়াদার বন্দরের সঙ্গে চাহাবারের সংযোগ করে উন্নয়নের সম্ভাবনা কীভাবে সৃষ্টি করা যায় তাই খতিয়ে দেখা হচ্ছে।
No comments:
Post a Comment