এক ভদ্রলোক আসলেন আমার চেম্বারে। হাঁটুতে তীব্র ব্যথা। সিঁড়ি দিয়ে উপরে উঠতে কষ্ট হয়। আমি পঞ্চাশোর্ধ্ব ভদ্রলোককে বললাম স্যার আমি তো চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। হাঁটুর ব্যথা চিকিৎসা কিভাবে করবো। আমি একজন স্বনামধন্য ব্যথা বিশেষজ্ঞের নাম বললাম। নাম শুনেই ভদ্রলোক ক্ষিপ্ত হলেন। বললেন দয়া করে ঐ নামটি আমাকে বলবেন না ইত্যাদি। আমি কিছু জিজ্ঞেস করার আগেই বললেন, ব্যথার চিকিত্সার নামে যে কত বড় প্রতারণা হচ্ছে তা ঐ স্বনামধন্য ব্যথা বিশেষজ্ঞের চেম্বারে না গেলে বুঝা যাবে না। আমি দ্রুত প্রসঙ্গ বদলে অন্য কথায় আসলাম। জানতে চাইলাম আমি তো চর্মরোগ বিশেষজ্ঞ এটা জেনেও কেন আমার কাছে আসলেন। ভদ্রলোক বললেন, আপনিতো নানা বিষয়ে টিপস লিখে থাকেন। ভাবলাম হাঁটুর ব্যথা নিরসনে নিশ্চয়ই কোনো ভালো পরামর্শ পাওয়া যাবে। আমি ভদ্রলোককে যে কোনো একজন ভালো অর্থপেডিকস চিকিৎসকের পরামর্শ নিতে বললাম এবং হাঁটুর ব্যথা নিরসনে আমার অপারগতা বিনয়ের সাথে স্বীকার করে নিলাম। বুঝলাম ভদ্রলোক খুশি হয়ে চলে গেলেন। একইভাবে সপ্তাহখানেক আগে একজন অ্যাজমা রোগীর দেখা পেলাম। রোগীদের ধারণা যিনি লেখেন অথবা উপদেশ দেন তিনি বড় ডাক্তার। আসলে এটা সঠিক নয়। থাক এ প্রসঙ্গ।
হাঁটুর ব্যথার ভদ্রলোক যাবার পর আমি বিষয়টি নিয়ে খানিকটা স্ট্যাডি করলাম। মায়ামী হেরাল্ড পত্রিকায় প্রকাশিত ড. হারলান সেলেসনিক-এর একটি কেসহিস্ট্রির প্রতি দৃষ্টি পড়লো। একজন মার্কিন রোগী যার বয়স ৫৭ বছর। বাম হাঁটুতে ব্যথা। হাঁটু খানিকটা ফোলাও। হাঁটুর ব্যথার কারণে এক্সারসাইজ পর্যন্ত করতে পারেন না। ব্যথা লাঘবে তিনি আইব্রুফেন জাতীয় ব্যথানাশক ওষুধ সেবন করছেন। বিশ্রামও নিয়েছেন বেশ কয়েক দিন। কিন্তু কোনো লাভ হয়নি। রোগী এখন তার করণীয় সম্পর্কে জানতে চেয়েছেন। মায়ামী হিট-এর টিম ফিজিশিয়ান এবং মায়ামী ডক্টরস হসপিটালের ডিরেক্টর স্পোর্ট মেডিসিন ড: হারলান সেলেসনিক রোগীর ইতিহাস পর্যালোচনা করে বললেন, ধারণা করা হচ্ছে সম্ভবত রোগীর হাঁটুর মেনিস্কাল কার্টিলেজ ছিঁড়ে গেছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের হাঁটুতে দু’টি মেনিস্কাল কার্টিলেজ বা নরম অস্থি থাকে। একটি মেডিয়াল সাইডে এবং অপরটি লেটারাল সাইডে। আর এই মেনিস্কাল কার্টিলেজের প্রধান কাজ হচ্ছে এটা শক অ্যাবজরভার হিসাবে কাজ করে। অর্থাত্ এটা উরুর হাড় ও লেগ বোনের মধ্যকার শক অ্যাবজরভার করে। ড: সেলেসনিক -এর মত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুর যে কোনো মেনিস্কাল কার্টিলেজ ছিঁড়ে যেতে পারে। একারণে হাঁটুতে তীব্র ব্যথা ও হাঁটু ফুলে যেতে পারে। তবে ড. সেলেসনিক হাঁটুর ব্যথার অন্যান্য সম্ভাব্য কারণও উল্লেখ করেছেন। এক্ষেত্রে আর্থ্রাইটিস, লুজ বডিজ অথবা স্ট্রেস রিঅ্যাকশনের কথাও বলা হয়েছে। এখানে একটি মজার ব্যাপার হচ্ছে, মায়ামী হেরাল্ড-এ ড: হারলান সেলেসনিকের হাঁটুর ব্যথা সংক্রান্ত কেস হিস্ট্রিটি পড়ার আগেই আমি আমার চেম্বারে হাঁটুর ব্যথা নিয়ে আসা ভদ্রলোককে একজন অর্থপেডিক চিকিত্সকের পরামর্শ নিতে পরামর্শ দেই। অথচ ড: সেলেসনিকও একই কাজটি করলেন। তিনিও মার্কিন ভদ্রলোককে একজন অর্থপেডিক সার্জনের পরামর্শ নিতে বললেন। ড. সেলেসনিক আরও বললেন, আপনার হাঁটুতে এক্সরে বা এমআরআই করতে হতে পারে। আর ডায়াগনসিস অনুসারে হয়তোবা রোগীর ফিজিক্যাল থেরাপি, ইনজেকশন অথবা আর্থোসকপিক সার্জারি পর্যন্ত করতে হতে পারে। আর কি চিকিৎসার পরামর্শ দেবেন তা নির্ভর করবে অর্থপেডিক সার্জনের ওপর।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
No comments:
Post a Comment