গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের বাঁধা বেশ সহজে উতরে যাওয়া আর্জেন্টিনা সেমিফাইনালে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে বলে জানালেন বার্সা তারকা মিডফিল্ডার লিওনেল মেসি। আর্জেন্টিনা দলের এই অধিনায়ক শেষ চারের লড়াইয়ে যুক্তরাষ্ট্রেকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন।
ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার সকালে ভেনেজুয়েলাকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের ৬০তম মিনিটে দলের তৃতীয় গোলটি করে দেশের হয়ে সর্বোচ্চ গোলের এতদিনের রেকর্ডধারী বাতিস্তুতাকে স্পর্শ করেন মেসি। রেকর্ড ছুঁয়ে আর দুর্দান্ত জয়ে খুশি হলেও মেসি এখন শেষ চারের লড়াই নিয়ে ভাবছেন।
মেসি বলেন, শীর্ষ গোলদাতা হওয়াটা গুরুত্বপূর্ণ কারণ এটা বাতি (আগের রেকর্ড একার ছিল বাতিস্তুতার)। কিন্তু আমাকে আরও বেশি আনন্দিত করছে দলের ফল কারণ আমরা সেমিতে উঠেছি।
হিউস্টনে বাংলাদেশ সময় বুধবার সকালে প্রথম সেমি-ফাইনালে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ২৩ বছর পর বড় কোনো শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলা আর্জেন্টিনা। নিজেদের দারুণ পারফরম্যান্সে আত্মবিশ্বাসের কমতি নেই মেসির। তবে ফাইনালে ওঠার লড়াইটা সহজ হবে না বলেই বিশ্বাস তার। কোপা আমেরিকার স্বাগতিকরা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলে মনে করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
তিনি প্রতিপক্ষ সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণের চেষ্টা করবে, তারা খুব কঠিন দল। এখন পর্যন্ত আমরা যা করে এসেছি আমাদের সেটাই করতে হবে। আমরা উন্নতি করছি এবং এভাবেই আমরা এগিয়ে যাব।
No comments:
Post a Comment