উসাইন বোল্টের পার্টি চলছেই। রিও থেকে লন্ডনে ফিরেছেন। পেছনে রেখে এসেছেন এক ব্রাজিলিয়ান নারীর সাথে রাত কাটানোর ছবি। আরো দুই নারীর সাথে উদ্দাম সময় কাটানোর চিত্রও আছে। এবার লন্ডনে পা রেখে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নাইট ক্লাবেই কাটালেন। ক্লাব বন্ধ হওয়ার সময় এলে কয়েক নারীকে নিজের হোটেলেই নিয়ে গেলেন জ্যামাইকান বিদ্যুৎ।
হোটেল থেকে বের হওয়ার সময়ই খোলামেলা পোষাকের এক নারী ছিলেন বোল্টের সাথে। কিন্তু নাইট ক্লাবে পৌঁছানোর পর আরো কয়েক নারীর সাথে সময় কেটেছে তার। ৩০তম জন্মদিন পালন ও রিও থেকে অলিম্পিকের 'ট্রিপল ট্রিপল' জয়ের উৎসব শেষই হচ্ছে না বোল্টের। বিশ্ব ইতিহাসের দ্রুততম মানব খুব পার্টি মুডে আছেন।
পার্টির পরও পার্টি থাকে। আফটার পার্টি। বোল্ট সেটি করেছেন হোটেলে। ক্লাবে তার সাথে দেখা হওয়া দুই নারী সেই দলের হয়ে বোল্টের হোটেলে গেছেন। সারারাত নাইট ক্লাবে কাটিয়ে সকাল পৌনে ছয়টার দিকে সেন্ট্রাল লন্ডনে হোটেলে ফিরেছেন বোল্টে। তার সাতে থাকা কয়েক নারীর একজন জানালেন, "পার্টি শেষ হোক তা চাননি তিনি। তাই আমাদের হোটেলে নিয়ে গেছেন।"
কিংবদন্তি স্প্রিন্টার বোল্ট যে নাইট ক্লাবে গেলেন সেখানে কয়েক বছর ধরেই তার যাতায়াত। এবং সেখানে গিয়ে ডিজে হয়ে গেলেন! জানালেন, তিনি কেবলই ৩০ এ পা রেখেছেন। সবার শুভেচ্ছার সাথে ড্রিঙ্কস পেয়েছেন বোল্ট। অলিম্পিকে সব মিলিয়ে ৯টি সোনা জয়ের উদযাপন করেছেন ক্লাবে উপস্থিতদের সাথে নেচে গেয়ে। তারপর হোটেলে ফিরেছেন সঙ্গিনীদের নিয়ে।
No comments:
Post a Comment