মানুষের অন্তরঙ্গতার সকল গোপন খবরের সূত্র যৌনকর্মীরা। কিছু কিছু সময়ে বেরিয়ে আসে মানুষের অন্তরঙ্গতার সময়কার ইচ্ছা, কাজ, পাগলামীর কথা। যৌনকর্মীদের কাছে মানুষ নানা ধরণের ইচ্ছা পোষণ করে থাকেন। পায়ের পাতা চোষা থেকে শুরু করে কঁনুই দিয়ে ঘষা, সব ধরণেই আবদার করা হয় যৌনকর্মীদের কাছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররে প্রকাশিত এক সংবাদে জানানো হয়েছে এমন কিছু আবদারের কথা।
এক যৌনকর্মী তার অভিজ্ঞতার কথা বর্ননা করতে গিয়ে বলেন, একবার পেশীওয়ালা এক ব্যক্তি আমার কাছে আসলো। অতঃপর সে গোসল করল। এরপর সে ইচ্ছা পোষণ করল আমি যেন আমার দাঁত দিয়ে তার পেশী কামড়ে দেই। তিনি বলেন, এটা অস্বাভাবিক হলে মজা ছিল।
অপর এক নারী বলেন, আমি বিভিন্ন কলেজে ছবির প্রদর্শণী করতাম। একবার এক যুবক আমাকে ব্যক্তিগত প্রদর্শণীর জন্য ডাকল। সে আমার ল্যাপটপ নিয়ে টয়লেটে যেতে বলল এবং আমি যতক্ষণ পারি ততক্ষণ পানিতে ডুবে থাকতে বলল। আমি ৪৫ সেকেন্ডের মতো পনিতে ডুবে থাকলাম, আমি যখন রুমে আসলাম তখন দেখলাম সে রুমে নাই। আমি এখনও বুঝতে পারি না সে এটি দ্বারা কী পেয়েছিল।


No comments:
Post a Comment