বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত সম্প্রতি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাথে বৈঠককালে ব্রাজিলের রাষ্ট্রদূত রিকার্ডো এল. ভায়ানা ডি কারভালো বলেছেন, ব্রাজিল বাংলাদেশ থেকে অধিক পরিমাণে ওষুধ আমদানি করবে। দু’ দেশের মধ্যে শিল্পখাতে কারিগরি সহায়তার ক্ষেত্র সম্প্রসারণ করতে ব্রাজিল দ্রুত বাংলাদেশের সাথে কারিগরি সহায়তা চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী।
বৈঠকে ব্রাজিল থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চিনি আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সুগারবিট থেকে চিনি উৎপাদন, বাংলাদেশী চিনিকলগুলো আধুনিকায়ন, উন্নত আখজাত হস্তান্তরসহ অন্যান্য বিষয়ে আলোচনায় স্থান পায়।
শিল্পমন্ত্রী চিনি উৎপাদনের ক্ষেত্রে ব্রাজিলের অভিজ্ঞতার উল্লেখ করে বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর উৎপাদন ও চিনির রিকভারির হার বাড়াতে ব্রাজিলের অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব। তিনি বাংলাদেশে আখনির্ভর অন্যান্য শিল্প কারখানা গড়ে তুলতে ব্রাজিলের প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্ব দেন। এ সময় শিল্পমন্ত্রী ব্রাজিল থেকে রাষ্ট্রীয় পর্যায়ে এক লাখ মেট্রিক টন চিনি আমদানি করতে বাংলাদেশ আগ্রহী বলে জানান।
রাষ্ট্রদূত চিনি আমদানির বিষয়ে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের উদীয়মান শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তা বাড়াতে বাংলাদেশ-ব্রাজিল একযোগে কাজ করবে বলে জানান।
বৈঠকে অন্যান্যের মধ্যে শিল্প সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মাহমুদুল হক ভূঁইয়াসহ শিল্প মন্ত্রণালয় ও ব্রাজিল দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


No comments:
Post a Comment