প্রবল তুষার ঝড়ের কারণে সোমবার মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে নিউ ইয়র্কে ১৭ ইঞ্চি পরিমাণ তুষারপাত হওয়ার আশংকা রয়েছে।
এ অবস্থায় গভর্নর অ্যান্ড্রু কুমু নিউ ইয়র্কের ৬২টি কাউন্টির জন্য জরুরি অবস্থা জারি করেন।
এছাড়া খারাপ আবহাওয়ার কারণে নিউ ইয়র্কের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। দ্রুতগামী পাতাল রেল সেবাও বন্ধ রাখা হয়েছে।
এদিকে শেষ শীতের তুষারপাত মোকাবেলার জন্য উত্তর-পূর্ব রাজ্যের মানুষ প্রস্তুতি নিয়েছে।
No comments:
Post a Comment