গত নভেম্বরে ইকুয়েল লাভেজ্জি সম্পর্কিত এক সংবাদের সূত্র ধরে গণমাধ্যমের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় আর্জেন্টিনা দল। সেদিন দলের পক্ষ থেকে এক লিখিত বিবৃতিতে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত মিডিয়ার সঙ্গে কথা না বলার সিদ্ধান্তের কথা জানান লিওনেল মেসি। মিডিয়াকে বয়কটের সেই সিদ্ধান্ত এখনও বহাল আছে। বার্সেলোনা থেকে বুয়েন্স আয়ার্সে পেঁৗছানোর পর বিমানবন্দরে তাই গণমাধ্যমকে এড়িয়ে গেছেন মেসি, মাচেরানোরা। বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনা এখন যে বিশাল চ্যালেঞ্জের সামনে, সে সম্পর্কে তাদের মনোভাব আর জানা সম্ভব হয়নি। তবে আগামীকাল ভোরের চিলি ম্যাচ আর পাঁচ দিন পরের বলিভিয়া ম্যাচ নিয়ে আলবেসেলিয়েস্তেদের লক্ষ্য সম্পর্কে ধারণা করা খুবই সহজ। সরাসরি কোয়ালিফাই থেকে একধাপ এবং এক পয়েন্ট দূরে আছে আর্জেন্টিনা। দুটি ম্যাচে জয় তুলে সেই ব্যবধান কাটিয়ে ওঠাই এখনকার মূল লক্ষ্য।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ কোয়ালিফাই করতে হাতে মাত্র ছয়টি ম্যাচ আছে আর্জেন্টিনার। সরাসরি রাশিয়ার টিকিট কাটতে হলে পয়েন্ট টেবিলের চারের মধ্যে থাকতে হবে। আর্জেন্টিনা এখন আছে পাঁচ নম্বরে। শেষ পর্যন্তও যদি এই অবস্থান থেকে যায়, তাহলে ওশেনিয়া অঞ্চলের (নিউজিল্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি) সঙ্গে প্লে-অফ খেলতে হবে। আর পাঁচের বাইরে চলে যাওয়া মানে আঞ্চলিক বাছাই থেকেই বিদায়। তবে অতোদূর এখনই ভাবনায় আনতে চাইবে না মেসির দল। আগামীকালের প্রতিপক্ষ চিলি এখন এক পয়েন্ট বেশি (২০) নিয়ে আর্জেন্টিনার আগে অবস্থান করছে। রিভারপ্লেট স্টেডিয়ামের ম্যাচটিতে চিলিকে হারাতে পারলেই চারে উঠে আসা যাবে। কিন্তু ভেন্যুটা নিজেদের হলেও কাজটা হওয়ার কথা নয়। ২০১৫ এবং ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে এই চিলির কাছেই টানা হেরেছে আর্জেন্টিনা। ব্রাজিল বিশ্বকাপের রানার্সআপদের আপাতত স্বস্তি হচ্ছে, মেসির দলে থাকা। এবারের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, মেসি খেলেছেন পাঁচটিতে। আলবেসেলিয়েস্তেরা জিতেছে শুধু ওই পাঁচ ম্যাচেই। মেসিবিহীন বাকি সাত ম্যাচের তিনটিতে হার আর চারটিতে ড্র করেছেন ডি মারিয়া-মাচেরানোরা। এর মধ্যে কোচিং নিয়েও সমস্যা ছিল। প্রথম দিকে দায়িত্বে ছিলেন টাটা মার্টিনো। কোপা হারের পর তাকে বিদায় নিতে হয়েছে। বর্তমান কোচ এদোয়ার্দো বাউজার অধীনে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। জয়, হার এবং ড্র_ সবই সমান দুটি করে। এই সময়ে প্রতিপক্ষের জালে আট গোল দেওয়ার বিপরীতে আট গোল হজমও করেছে বার্সা। তবে ৫৯ বছর বয়সী বাউজা এর পরও ভীষণ আশাবাদী। ক'দিন আগেই মেসির হাতে রাশিয়া বিশ্বকাপের ট্রফি দেখার প্রত্যাশার কথা শুনিয়েছেন। আপাতত চিলি এবং বলিভিয়া ম্যাচ নিয়ে তার লক্ষ্য মাঠ অনুযায়ী খেলা। প্রথমটি যেহেতু নিজেদের মাঠে, তাই আক্রমণাত্মক, দ্বিতীয়টি লা পাজে বলে রক্ষণাত্মক, 'যেভাবেই খেলি, ফলটা হচ্ছে আসল। বিশেষ করে চিলিকে হারানোই হবে বড় কাজ। কীভাবে এটা অর্জিত হবে বা কতক্ষণ লাগবে, এটা বড় বিষয় নয়।' বাউজার জন্য স্বস্তির খবর হচ্ছে, চিলি তাদের সেরা দুই পারফরমারকে নিয়ে নামতে পারছে না। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না আর্তুরো ভিদাল আর ফিটনেস সমস্যায় আছেন অ্যালেক্সিস সানচেজ। আর্জেন্টাইন কোচ নিজেও অবশ্য চোটের ভুক্তভোগী। পাওলো দিবালা দেশের হয়ে খেলতে ইতালি থেকে উড়ে এসেছিলেন। কিন্তু দলের চিকিৎসকরা তাকে চিলি ম্যাচের জন্য আনফিট ঘোষণা করায় ফের জুভেন্তাসে ফিরে গেছেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। ম্যানসিটিতে খেলা পাবলো জাবালেতাও নেই একই কারণে। তবে দলের অবস্থা যেমনই হোক, আর্জেন্টিনার লক্ষ্য চিলির বিপক্ষে জয়। কারণ বলিভিয়ার বিপক্ষের পরবর্তী ম্যাচ নিয়ে প্রত্যাশা কম করাই ভালো। লা পাজে ২০০৫ সালের পর থেকে কোনো ম্যাচই জেতেনি আর্জেন্টিনা। ২০০৯ সালে দিয়াগো ম্যারাডোনার দল বলিভিয়ার রাজধানীতে ৬-১-এ বিধ্বস্ত হয়েছিল। তিন বছর আগে অবশ্য ১-১-এ ড্র করা গেছে। আলবেসেলিয়েস্তেদের তাই চিলি ম্যাচেই ফল এবং গোল ব্যবধানে এগিয়ে যেতে হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment