একটি সেতু বানানো নিয়ে তীব্র সংঘর্ষ হয়েছে ভারত ও নেপাল সেনাবাহিনীর মধ্যে৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হয়েছে ছয় ভারতের সীমান্ত সুরক্ষা বল (এসএসবি) জওয়ান৷ ঘটনার কেন্দ্র ভারত-নেপাল সীমান্তের বসহি চেক পোস্ট৷ অসমর্থিত সূত্রে খবর, নেপালের দিক থেকে গুলি চালানো হয়েছে৷ প্রত্যুত্তরে এসএসবি গুলি চালায়৷ তাতে এক নেপালির মৃত্যু হয়েছে নেপালের সংবাদ মাধ্যম জানাচ্ছে, নিহতের নাম গোবিন্দ গৌতম৷ তিনি ভারত সীমান্ত-সংলগ্ন নেপালের কাঞ্চনপুর জেলার বাসিন্দা৷
সংঘর্ষের জেরে বসহি চেকপোস্ট সাময়িক বন্ধ৷ সীমান্তের দু পারে দু’ দেশের সীমান্তরক্ষীরা একে অপরের মুখোমুখি পজিশন নিয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে উত্তরপ্রদেশের লখিমপুর থেকে বিশাল রক্ষী বাহিনী পাঠানো হয়েছে৷
জানা গেছে, দুই দেশের সীমান্তে ‘নো ম্যানস ল্যান্ড’ জমিতে একটি সেতু বানানো নিয়ে ঝগড়ার সূত্রপাত৷ ক্রমে সেই বচসা বড় আকার নেয়৷ দু পক্ষ একে অপরের দিকে পাথর ছুঁড়তে শুরু করে৷ পরিস্থিতি প্রবল উত্তপ্ত হয়ে যায়৷ এরপরেই গুলি চলে৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে স্থানীয় বাসিন্দারা ভয়ে দূরে সরে গিয়েছেন৷
সংঘর্ষের জেরে বসহি চেকপোস্ট সাময়িক বন্ধ৷ সীমান্তের দু পারে দু’ দেশের সীমান্তরক্ষীরা একে অপরের মুখোমুখি পজিশন নিয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে উত্তরপ্রদেশের লখিমপুর থেকে বিশাল রক্ষী বাহিনী পাঠানো হয়েছে৷
জানা গেছে, দুই দেশের সীমান্তে ‘নো ম্যানস ল্যান্ড’ জমিতে একটি সেতু বানানো নিয়ে ঝগড়ার সূত্রপাত৷ ক্রমে সেই বচসা বড় আকার নেয়৷ দু পক্ষ একে অপরের দিকে পাথর ছুঁড়তে শুরু করে৷ পরিস্থিতি প্রবল উত্তপ্ত হয়ে যায়৷ এরপরেই গুলি চলে৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে স্থানীয় বাসিন্দারা ভয়ে দূরে সরে গিয়েছেন৷
কী অবস্থা সীমান্তের ওপারে ?
নেপালি সীমান্তরক্ষীদের বিশাল বাহিনী পজিশন নিতে শুরু করেছে৷ এখবর জানাচ্ছে কাঠমাণ্ডু থেকে প্রকাশিত সংবাদপত্র দি হিমালয়ান টাইমসের ওয়েব সংস্করণ৷তাদের প্রকাশিত রিপোর্ট বলছে, ভারতীয় সীমান্তের কাছে প্রচুর রক্ষী মোতায়েন করা হয়েছে৷ অপর নেপালি সংবাদ মাধ্যম মাই রিপাবলিক সীমান্তে নেপালি রক্ষীদের অবস্থানের ছবি প্রকাশ করেছে৷
নেপালি সীমান্তরক্ষীদের বিশাল বাহিনী পজিশন নিতে শুরু করেছে৷ এখবর জানাচ্ছে কাঠমাণ্ডু থেকে প্রকাশিত সংবাদপত্র দি হিমালয়ান টাইমসের ওয়েব সংস্করণ৷তাদের প্রকাশিত রিপোর্ট বলছে, ভারতীয় সীমান্তের কাছে প্রচুর রক্ষী মোতায়েন করা হয়েছে৷ অপর নেপালি সংবাদ মাধ্যম মাই রিপাবলিক সীমান্তে নেপালি রক্ষীদের অবস্থানের ছবি প্রকাশ করেছে৷
কেন সংঘর্ষ ?
সীমান্তের বসহি চেক পোস্টের একদিকে উত্তরপ্রদেশের লখিমপুর অন্যদিকে নেপালের কাঞ্চনপুর জেলা৷ দুই দিকের জনগণ বসহি চেক পোস্ট দিয়ে আসা যাওয়া করেন৷ সীমান্তের মধ্যবর্তী এলাকা নো ম্যানস ল্যান্ডের ১৯৯ নম্বর পিলারটি নেই৷ সেই কারণেই এর অবস্থান বিতর্কিত৷ দুই দেশ এই জমিকে নিজের বলে দাবি করে৷
সীমান্তের বসহি চেক পোস্টের একদিকে উত্তরপ্রদেশের লখিমপুর অন্যদিকে নেপালের কাঞ্চনপুর জেলা৷ দুই দিকের জনগণ বসহি চেক পোস্ট দিয়ে আসা যাওয়া করেন৷ সীমান্তের মধ্যবর্তী এলাকা নো ম্যানস ল্যান্ডের ১৯৯ নম্বর পিলারটি নেই৷ সেই কারণেই এর অবস্থান বিতর্কিত৷ দুই দেশ এই জমিকে নিজের বলে দাবি করে৷
বন্যা কবলিত এলাকা হওয়ার কারণে ১৯৯ নম্বর পিলার সংলগ্ন এলাকাটি প্রতি বছর বর্ষার সময় ডুবে যায়৷ তখন আসা যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে পড়ে৷ নেপাল চাইছে এই এলাকায় একটি সেতু তৈরি হোক৷ বিতর্কিত জমি বলে সেই সেতু তৈরি নিয়ে বিবাদ চলছে দু পক্ষে৷ গত মাসেও সেতু তৈরি নিয়ে পরিস্থিতি গরম হয়ে উঠেছিল৷ আলোচনার মাধ্যমে তখনকার মতো সব কিছু থেমে গিয়েছিল৷ বৃহস্পতিবার একই ইস্যুতে সংঘর্ষ ছড়িয়েছে সেখানে৷
সূত্র : হিন্দুস্তান টাইমস, কলকাতা২৪
No comments:
Post a Comment