রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ভূগর্ভস্থ মেট্রোস্টেশনে বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। তাস ও ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, সিটির কেন্দ্রস্থলে অবস্থিত সেনায়া প্লশচাদ ও ইনস্টিটিউট অব টেকনোলজি স্টেশনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোশাল মিডিয়ায় প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে একটি রেল কামরার দরজা উড়ে গেছে এবং কামরার ভেতরটি বিধ্বস্ত। প্রেসিডেন্ট পুতিন এখন সেন্ট পিটার্সবার্গে রয়েছেন বলে জানা গেছে। তাকে ঘটনা জানানো হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা তাস জরুরি সেবা সূত্রের বরাতে জানিয়েছে, ট্রেনের বগিতে শনাক্ত করা যায়নি এমন একটি ডিভাইসের বিস্ফোরণ ঘটে। উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে। বিস্ফোরণের পরে সাবওয়ে স্টেশন জনশূন্য করা হচ্ছে। সাতটি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। বিবিসি ও তাস।
No comments:
Post a Comment