যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) থেকে জ্যৈষ্ঠ পরামর্শদাতা স্টিভ বেননকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটিতে বিতর্কিত ও চরম ডানপন্থী হিসেবে পরিচিত।
গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে নিয়োগ পাওয়ার পর থেকেই তাকে ঘিরে মার্কিন গোয়েন্দা সংস্থা রাজনৈতিক বলয়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিলো।
হোয়াইট হাউজের এক সহকারী মার্কিন গণমাধ্যমকে বলেছেন, ‘বেননের রদবদল হলেও, এতে তাকে পদাবনতি করা হয়নি।’ বেননকে গত ফেব্রুয়ারিতে বহিষ্কৃত এনএসসি প্রধান মাইকেল ফ্লিনের জায়গায় নামে মাত্র তাকে আসনটি দেয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
এনএসসি মার্কিন প্রেসিডেন্টকে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ে পরামর্শ দেয় উল্লেখ করে বিবিসি জানিয়েছে, বেনন শুধু ডানপন্থী নয়, তিনি একজন মুসলিম বিদ্বেষী হিসেবেই পরিচিত। এর আগে অভিবাসী ইস্যুর বিরোধিতা করায় দেশটির অ্যার্টনি জেনারেলকে বরখাস্ত করেন ট্রাম্প। তারও আগে ক্ষমতায় বসার পর বিশ্বজুড়ে মার্কিন ৮০ জন কূটনীতিককেও বরখাস্ত করেন তিনি। বিবিসি।


No comments:
Post a Comment