Social Icons

Wednesday, April 5, 2017

রোনালদোর কীর্তি ফাঁস করলেন এই ব্রাজিল সুন্দরী!

পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর নারী আসক্তির কথা কারও অজানা নয়। তার সঙ্গে ৫ বছর ঘর করেই ব্রেক আপ করেছিলেন ইরিনা শায়েক। সম্পর্ক ভেঙে যাওয়ার একাধিক কারণ থাকলেও সবচেয়ে বড় ইস্যু ছিল সিআর সেভেনের অন্য নারীর প্রতি আসক্তি! ইরিনা থাকতেই অনেক মেয়েকেই হোয়াটসঅ্যাপ করতেন এই গ্রহের অন্যতম সেরা ফুটবলার। তাদের সঙ্গে আলাদা করেও সময় কাটাতেন রোনালদো। এমনকী বর্তমান গার্লফ্রেন্ড জর্জিনা রডরিগেজের সঙ্গ না পেলেও রোনালদো 'অন্য কাউকে' নিয়ে সময় কাটান। সেই 'অন্য নারীদের' একজন হলেন ব্রাজিলিয়ান সুন্দরী এরিকা ক্যানেলা। 'মিস বামবাম' বলেই পরিচিত তার।
'দ্য সান' এর সঙ্গে এক সাক্ষাৎকার রোনালদোর সঙ্গে নিজের সম্পর্কের বিষয় নিয়ে খোলামেলা কথা বললেন এরিকা।  তিনি বলছেন,''রোনালদোর সঙ্গে দেখা হওয়াটা স্বপ্নপূরণের মতো। ওর মতো পুরুষকে আমি বরাবরই পছন্দ করি। আমি ভেবেছিলাম যে, রোনালদো বার্বি মডেলের মতোই কাউকে পছন্দ করবে। ভাবতে পারিনি আমার মতো এরকম বিগ বটমড ব্রাজিলিয়ানকে পছন্দ করবে। রোনালদো নিজেই হোয়াটসঅ্যাপ করে বলল, তুমি কি আমার বাড়িতে আসতে চাও। আমি তোমাকে দেখতে চাই। "
তিনি আরও বলেন, "আমি রাজী হলে সে আমার জন্য হোটেলে ওর গাড়ি পাঠিয়েছিল। তারপর ও আমাকে ফোন করে জানাল যে, ওর হাতে বেশি সময় নেই। মিনিট ১৫ আমার জন্য দিতে পারবে। আমি দেখা করেছিলাম। কিন্তু পরে বুঝলাম ওর কাছে আমি একটা 'অবজেক্ট' ছিলাম। এরপর সে আমাকে হোয়াটসঅ্যাপেও ব্লক করে দিয়েছিল। কিন্তু আমি যদি কখনও শুনি যে, ও আর ডেট করছে না কারোর সঙ্গে, তাহলে নিশ্চই ভেবে দেখব। ওর মনে হয়, আমার সঙ্গে মিনিট পনেরোর বেশি সময় কাটানো যায় না। '

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates