বারমুডা ট্রায়াঙ্গল মানেই রহস্যের আলো-আঁধারিতে ছেয়ে থাকা এক সমুদ্রক্ষেত্র। যাকে নিয়ে কৌতুহলের শেষ নেই, কিন্তু, রহস্যের সমাধান আজও অধরা।
কয়েক বছর ধরেই ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে ‘বারমুডা ট্রায়াঙ্গল’ নামে একটি ভিডিও। যাতে দাবি করা হয়েছে, বারমুডা ট্রায়াঙ্গলে সমুদ্রের তলায় খোঁজ মিলেছে একটি ক্রিস্টাল পিরামিডের। যার আয়তন এবং উচ্চতা মিশরের বুকে থাকা পিরামিডগুলোর থেকে কয়েক গুণ বেশি।
ভিডিও-তে এমনও দাবি করা হয়েছে যে, জলের তলায় ওই পিরামিডে বিশেষভাবে খোঁজ চালিয়েছে ফ্রান্স এবং আমেরিকার যৌথ গবেষণাকারী দল। পিরামিডটির আয়তনও মাপা হয়েছে। যাতে নাকি দেখা গিয়েছে পিরামিডটি ৩০০ মিটার চওড়া এবং লম্বায় ২০০ মিটার। এমনকী, পিরামিডগুলির গায়েও নাকি মিলেছে বিশাল গর্ত। যেখান দিয়ে সমুদ্রের জল সমানে ভিতরে ঢুকে যাচ্ছে। এর ফলে জলের উপরে বিশাল ঢেউ এবং ঘূর্ণি তৈরি হচ্ছে। আর এই সামুদ্রিক ঘূর্ণির কবলে পড়েই নাকি বারমুডা ট্রায়াঙ্গলে নিরুদ্দেশ হয়ে গিয়েছে একের পর এক বিমান, জাহাজ, নৌকা।
ভিডিও-তে এমনও দাবি করা হয়েছে যে, জলের তলায় ওই পিরামিডে বিশেষভাবে খোঁজ চালিয়েছে ফ্রান্স এবং আমেরিকার যৌথ গবেষণাকারী দল। পিরামিডটির আয়তনও মাপা হয়েছে। যাতে নাকি দেখা গিয়েছে পিরামিডটি ৩০০ মিটার চওড়া এবং লম্বায় ২০০ মিটার। এমনকী, পিরামিডগুলির গায়েও নাকি মিলেছে বিশাল গর্ত। যেখান দিয়ে সমুদ্রের জল সমানে ভিতরে ঢুকে যাচ্ছে। এর ফলে জলের উপরে বিশাল ঢেউ এবং ঘূর্ণি তৈরি হচ্ছে। আর এই সামুদ্রিক ঘূর্ণির কবলে পড়েই নাকি বারমুডা ট্রায়াঙ্গলে নিরুদ্দেশ হয়ে গিয়েছে একের পর এক বিমান, জাহাজ, নৌকা।
কিন্তু, এই পিরামিড কী ভাবে এখানে এল? তা নিয়ে স্পষ্ট করে ভিডিওটিতে কিছু বলা হয়নি। তবে, এই বারমুডা ট্রায়াঙ্গল রহস্যের সঙ্গে যে ভিনগ্রহের জীবেদের যে কাহিনি জড়িয়ে আছে তা উল্লেখ করা হয়েছে এই ভিডিওটিতে।
বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যানুসন্ধানে গিয়ে দেখা যাচ্ছে ১৯৮০ সালে হিস্ট্রি চ্যানেল ‘বারমুডা ট্রায়াঙ্গল’-এর জলের তলায় রহস্যময় পিরামিড নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছিল। যার নাম ছিল ‘দ্য বিমিনি ওয়াল’। এই ডকুমেন্টারি তৈরি হয়েছিল প্রকৃতিবিদ এবং অভিযাত্রী রে ব্রাউনের দাবি করা কিছু তথ্যের উপরে ভিত্তি করে। রে ব্রাউনের দাবি ছিল, ১৯৬৮ সালে তিনি এবং তাঁর বন্ধু ছুটি কাটাতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছিলেন। একদিন বাহামার সমুদ্র উপকূলের কাছে বারমুডা ট্রায়াঙ্গলের জলের তলায় তাঁরা ডাইভিং করছিলেন।
দেখুন ইন্টারনেটে ভাইরাল হওয়া সেই ভিডিও…
No comments:
Post a Comment