প্রাকৃতিক তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবের অতি প্রাচীনতম বিভাগীয় জেলা শহর দাম্মাম। সৌদি আরবের বিভাগীয় শহর গুলোর মধ্যে রাজধানী রিয়াদ এবং জিদ্দার পরেই দাম্মাম শহরের স্হান। পুরো সৌদি আরবের এক তৃতীয়াংশ তেল উত্তোলন হয় দাম্মাম থেকে। বিশ্বখ্যাত আরামকো কোম্পানীর মূল কার্যক্রমও হয় এই দাম্মামের বিভিন্ন শহর গুলোতে। আর এই দাম্মাম বিভাগীয় শহরের সিকো মার্কেট বা সিকো শহরই হলো ব্যবসা বানিজ্যের মূল কেন্দ্র বিন্দু।
দাম্মামে অবস্হিত প্রায় পাঁচ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হলো এই সিকো শহর। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রমের পর বিকেল পাঁচটা বাজতে না বাজতেই প্রবাসী মিলন মেলায় পরিণত হয় সিকো মার্কেট। বাংলা বর্ণমালার সাইনবোর্ড দেখলে কিছুতেই মনে হয়না যে এটি সৌদিআরবের একটি শহর, বরং মনে হয় বাংলাদেশের বড় কোন এক শহর। নিত্য প্রয়োজনীয় সবজি, মাছ,মাংস থেকে শুরু করে সব কিছুরই কেনা বেচার হাট বসে এই শহরে।
এখানে শুধু বাংলাদেশীই নয়; ভারতীয়, পাকিস্হানি,নেপালীসহ বিভিন্ন দেশের প্রবাসীদের প্রিয় এই সিকো মার্কেট। তবে ইদানিং সৌদি আরবের অর্থনৈতিক মন্দা ভাব এবং কাতার-সৌদি বিরোধ নিরসন না হওয়ার কারনে ব্যবসা বাণিজ্য আগের চেয়ে অনেক নিম্নমানে চলে আসছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সিকো মার্কেটের তৃপ্তি হোটেলের মালিক জানান, তার ব্যবসা অবস্থা আগের তুলনায় একটু খারাপ। তবে খুব শীঘ্রই এ সমস্যা কেটে ঘুড়ে দাড়াবে ব্যবসার পূর্বের অবস্হা বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়িরা।
দাম্মামের আবকিক শহরের ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ ইয়ার হোসেনের সাথে ব্যবসা বানিজ্যের বিভিন্ন পরিস্হিতি নিয়ে আলাপ হলে তিনি জানান, বর্তমান সৌদি সরকার কর্তৃক প্রবাসীদের ওপর বিভিন্ন বিভাগে কর আরোপ করায় এখানকার প্রবাসীরা মহা সংকট পোহাতে হবে। দিন দিন প্রবাসীদের ওপর বিভিন্ন কৌশলে সৌদি সরকার যেভাবে করের বোঝা চাপিয়ে দিচ্ছে এমন দ্বারা অব্যাহত থাকলে অচিরেই অধিকাংশ শ্রমিক দেশে ফিরতে হবে।
No comments:
Post a Comment