Social Icons

Tuesday, July 11, 2017

উচ্চশিক্ষার জন্য সৌদি আরব


মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের মানুষের কাছে অনেক পরিচিত এবং কাজের জন্য খুব প্রিয় একটি গন্তব্যের নাম সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে প্রতি বছর অসংখ্য বাংলাদেশি শ্রমিক হিসেবে পাড়ি জমাচ্ছে। কিন্তু উচ্চশিক্ষার জন্য বাংলাদেশিরা সৌদি আরবকে বেছে নিচ্ছে কি? উত্তর হল-না। কিন্তু বিদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরব প্রতি বছরই উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। বিশেষত এবার সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের মাস্টার্সের পাশাপাশি অনার্স করার সুযোগও দিয়েছে দেশটির সরকার। আর এই সুযোগকে কাজে লাগাতে পারে বাংলাদেশের শিক্ষার্থীরা। মুসলিম দেশ হওয়ার সেখানকার ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে মিল থাকায় বাংলাদেশের শিক্ষার্থীরা সেখানে স্বাচ্ছন্দ্যবোধও করতে পারে। ফলে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে সৌদি আরব হতে পারে একটি আদর্শ স্থান।
এক সময় সৌদি আরব শিক্ষা ব্যবস্থায় অতটা উন্নত ছিল না। কিন্তু বিগত দশ-পনেরো বছরে এদেশে শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক উন্নতি হয়েছে। অর্থনৈতিকভাবে দেশটি খুব শক্তিশালী হওয়ার কারণে শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করতে রাষ্ট্রের কোনো বেগ পেতে হয় না। প্রয়াত বাদশা আব্দুল্লাহর শাসনামলে দেশের শিক্ষা খাতকে ব্যাপক গুরুত্ব দেয়া হয়। কোটি কোটি ডলার বিনিয়োগ করে এ খাতকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হয়। শিক্ষা খাতের এই উন্নয়নের ধারা বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজও অব্যাহত রেখেছেন।
সৌদি আরবে প্রায় ৩০টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে মক্কায় অবস্থিত উম্মুল ক্বুরা ইউনিভার্সিটি, মদিয়ায় অবস্থিত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, রিয়াদের কিং সউদ ও আল-ইমাম ইউনিভার্সিটি ইসলামী শিক্ষার জন্য বিখ্যাত। ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞানভিত্তিক বিষয়গুলোর পড়ালেখার মানও বেশ উন্নত সৌদি আরবে। আধুনিক ক্লাসরুম, বড়  ক্যাম্পাস, অত্যাধুনিক লাইব্রেরি ও ল্যাবরেটরি, উন্নত হোস্টেল ব্যবস্থাপনা এবং গবেষণা উপযোগী সুন্দর পরিবেশ শিক্ষার্থীদের জন্য বেশ আকর্ষণীয়।
দেশটির এসব বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর শত শত শিক্ষার্থীকে স্কলারশিপ দিয়ে থাকে। কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি (KAU), কিং ফাহাদ পেট্রলিয়াম অ্যান্ড মিনারেল ইউনিভার্সিটি (KFPMU), কিং আব্দুল্লাহ সাইন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি (KAUST), কিং সউদ ইউনিভার্সিটি (KSU), দাম্মাম ইউনিভার্সিটি (UOD), কিং ফয়সাল ইউনিভার্সিটি (KFU), কিং খালেদ ইউনিভার্সিটি (KKU), নাজরান ইউনিভার্সিটি (NU) গুলোর বিশেষ খ্যাতি রয়েছে সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এর বিষয়গুলোতে উচ্চশিক্ষায়। সৌদি আরবের সব বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস আছে। পুরুষ শিক্ষার্থীদের মতোই সব ধরনের সুযোগ-সুবিধা মেয়েরা আলাদাভাবে ভোগ করেন। তাছাড়া শুধুমাত্র মেয়েদের জন্যও কয়েকটি ইউনিভার্সিটি রয়েছে। এর মধ্যে রিয়াদের প্রিন্সেস নওরাহ ইউনিভার্সিটি এবং মদিনা শরিফের আত তাইবাহ ইউনিভার্সিটি বেশ বিখ্যাত।
জেদ্দায় অবস্থিত কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি ২০১৬ সালে টাইমস হায়ার এডুকেশনের র‌্যাংকিং  অনুযায়ী আরব রাষ্ট্রগুলোর মধ্যে শীর্ষ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করেছে। বর্তমানে স্কলারশিপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমান সেশনে পাকিস্তান থেকে ৪০ জন এবং ভারত থেকে ২০ জন শিক্ষার্থী কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আর বাংলাদেশ থেকে গেছে মাত্র ২ জন! বর্তমানে এখানে কয়েক সেশন মিলিয়ে বাংলাদেশি ছাত্রের সংখ্যা মাত্র ১২ জন। বাংলাদেশ থেকেও প্রচুর শিক্ষার্থীর এখানে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ আছে।
কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড. সউদ মোহাম্মদ আল সুলামী বলেন, আমরা এখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রদের সম্মানজনক স্কলারশিপ অফার করে থাকি। এখানে মান সম্মত ও উন্নত পরিবেশে বিশ্বের মেধাবী ছাত্ররা সাইন্স, ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিভাগে মাস্টার্স-পিএইচডি করার সুযোগ পাচ্ছে। তিনি আরো বলেন, মুসলিম দেশ হিসেবে আমরা চাই বাংলাদেশের ছাত্ররাও বেশী বেশী এখানে আসুক এবং আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বাংলাদেশসহ সারাবিশ্বের জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় তারা অবদান রাখুক।
কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির ক্যামিক্যাল বায়োকেমিস্ট্রি বিভাগের প্রফেসর ড. ফাহাদ আহমেদ আল আব্বাসী বলেন, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উচ্চ শিক্ষার জন্য আদর্শ বিদ্যাপীঠ হিসেবে বিবেচিত হতে পারে। এখানে শিক্ষকতা করছেন বিশ্বের বিখ্যাত স্কলাররা। আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক রিচার্স ইকুইপমেন্ট ও গবেষণার উন্নত পরিবেশের কারনে এখানের শিক্ষার্থীরা বেশ ভাল করছে।
ফলে উচ্চশিক্ষার জন্য সৌদি আরব বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হতে পারে নতুন গন্তব্য। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
কিছু ওয়েবসাইটের লিংকঃ
কিং সাউদ বিশ্ববিদ্যালয়, রিয়াদ:- http://ksu.edu.sa/
উম্মুলক্বূরা বিশ্ববিদ্যালয়, মক্কাতুল মুকাররমা:- https://uquweb.uqu.edu.sa/admission/
প্রিন্সেস নূরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি ফর উইমেন, রিয়াদ:- http://www.pnu.edu.sa/ar/Pages/Home.aspx
কিং ফাহাদ পেট্রোল SPamp মিনারেল বিশ্ববিদ্যালয়, দাম্মাম:- http://www.kfupm.edu.sa
কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, জেদ্দা:- http://www.kau.edu.sa/Home.aspx

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates