সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে প্রায় ৭ লাখ প্রবাসী রয়েছেন। এর মধ্যে বেশির ভাগ প্রবাসী কঠোর পরিশ্রমের কাজ করেন দেশটিতে। সাপ্তাহিক ছুটিতে প্রয়োজনীয় কোন কাজে আবুধাবী কিংবা দুবাই কনস্যুালেটে আসলে সেখানেও তাদের বিড়ম্বনার শেষ নেই। প্রচন্ড উত্তাপের ভিতর দাঁড়িয়ে থেকে দূতাবাসের প্রয়োজনীয় কাজ মেটাতে হয়।
গতকাল আবুধাবী দূতাবাস ঘুরে দেখা যায় কয়েকশ প্রবাসী বাংলাদেশি ৪৫ ডিগ্রি সমপরিমান তাপমাত্রায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করছে। দীর্ঘ লাইন, নেই কোন বসার ব্যবস্থা, কার্যালয়ের ভিতরে নেই কোন বিশ্রামাগার। সামান্য কাজের জন্য দূতাবাসে এসে প্রবাসীদের বিড়ম্বনার এ শেষ কোথায় ? এই বিষয়ে প্রবাসীদের সাথে কথা বললে তারা ক্ষোভে ফেটে পড়েন।
লাইনে দাঁড়িয়ে থাকা ভুক্তোভুগী প্রবাসীরা বলেন, ‘মন্ত্রী মিনিষ্টাররা দেশে বসে বসে প্রবাসীদের সোনার মানুষ বলেন। কিন্তু প্রবাসে তারা কিভাবে আছেন তার কোন খবর নেন না। যে প্রবাসীদের রেমিটেন্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। সেই দেশের প্রবাসীরা বিদেশে কেন নাজেহাল হচ্ছে তারা জানার চেষ্টা করেন না । এ পরিস্থিতির জন্য মন্ত্রীদের লজ্জা হওয়া উচিত’।
দূতাবাসে এসে ভোগান্তির সম্মুখীন হওয়া ভুক্তোভুগিরা জানান, অবিলম্বে দূতাবাসে প্রয়োজনীয় কাজ মেটাতে আসা সেবাগ্রহিতাদের জন্য কার্যালয়ের ভিতরে বসার ব্যবস্থা করা হোক। অন্যত্থায় যেকোন পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।
প্রবাসীদের এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে দূতাবাসের একজন কমর্কতা জানান, প্রয়োজনের তুলনায় দূতাবাসে লোকবল কম হওয়ায় হাজার হাজার প্রবাসীর প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আর এ জন্য প্রবাসীদের নাজেহাল হতে হচ্ছে।
তবে এ সমস্যা সমাধানের প্রশ্নে রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মাদ ইমরান অতিদ্রুত সব সমস্যা সমাধান করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।
No comments:
Post a Comment