Social Icons

Tuesday, July 18, 2017

বৈধতার সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ালো মালয়েশিয়ায়


ই-কার্ডের মাধ্যমে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ এ বছরের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করলো মালয়েশিয়া। একই সাথে এ সময়ের মধ্যে আর কোনো অবৈধ বাংলাদেশিদের গ্রেফতার বা হয়রানি করা হবে না। মঙ্গলবার বিকেলে দূতাবাসের হল রুমে সংবাদ সম্মেলন করেন হাইকমিশনার শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৩০ জুন ই-কার্ডের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ শেষ হয় মালয়েশিয়া। ১ জুলাই থেকে অবৈধ প্রবাসীদের ধরতে সাড়শি অভিজান শুরু করে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। এ ধরপাকড়ে এ পর্যন্ত  দেড় হাজারেরও বেশি বাংলাদেশিকে গ্রেফতার করেছে সে দেশের ইমিগ্রেশন পুলিশ।
হাইকমিশান আরও জানান, বাংলাদেশিদের ধরপাকড় বন্ধ করার জন্য বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারে মঝে একাধিকবার বৈঠক হয়েছে। বৈঠকে অবৈধ বাংলাদেশিদের গ্রেফতার না করার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়ার সরকার।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দূতাবাসের ডিফেন্স উইং প্রধান এয়ার কমডোর হুমায়ূন কবির, মিনিস্টার পলিটিক্যাল রউছ হাসান সারোয়ার, পাসপোর্ট ও ভিসা শাখার ফার্স্ট সেক্রেটারি মো. মশিউর রহমান তালুকদার, দ্বিতীয় সচিব তাহমিনা ইয়াছমিন, শ্রম শাখার দ্বিতীয় সচিব মো. ফরিদ আহমদ। সংবাদ সম্মেলনে হাইকমিশনার . শহীদুল ইসলাম বলেন, মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে অবৈধ বাংলাদেশিদের ভাগ্য নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। আপাতত ৫ মাস সময় পাওয়া গেছে। এই সময়ের মধ্যে তাদের সঙ্গে আরও বৈঠক হবে।
এর আগে সোমবার কুয়ালালামপুরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ ও শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠকে অভিবাসন বিভাগের মহাপরিচালক মোস্তাফার আলী বলেন, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় বসবাসরত সব অবৈধ বাংলাদেশি রি-হিয়ারিং প্রক্রিয়ায় বৈধ হওয়ার সুযোগ পাবেন। ইমিগ্রেশন মহাপরিচালক এ সুযোগ গ্রহণের জন্য সব অবৈধ বাংলাদেশির প্রতি আহ্বান জানিয়েছেন।
শহীদুল ইসলাম আরও বলেন, অবৈধ ব্যক্তিদের ধরপাকড় যেকোনো দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ মালিকপক্ষের চিঠির ভিত্তিতে তাদের নিরাপদে ইমিগ্রেশন অফিসে যাতায়াতে সুযোগ করে দেবে। এছাড়াও  তারা অন্যান্য কার্যকর পন্থা নির্ধারণের চেষ্টা করছে। এটি বাংলাদেশের পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত।
হাইকমিশনার বলেন, গত ৩০ জুন শেষ হওয়া ইকার্ড প্রক্রিয়ায় ১ লাখ অবৈধ বাংলাদেশি নিবন্ধিত হয়েছে এবং ২ লাখ ৯৩ হাজার অবৈধ বাংলাদেশি মাই-ইজির মাধ্যমে নিবন্ধিত হয়েছে। এদিকে প্রবাসীদের জন্য গত এক সপ্তাহে ৩১ হাজার ৯৮৪ জনকে কনস্যুলার সেবা প্রদান করা হয়েছে। দূতাবাসে আগত সেবা গ্রহণকারীরা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় ব্যাংকিং সার্ভিসসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া সীমিত মূল্যে দূতাবাসের সব সুবিধা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates