বাংলাদেশ হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি এস কে শাহিন বলেছেন যে, মালয়েশিয়া ইমিগ্রেশনের সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে। মালয়েশিয়া ইমিগ্রেশন দেশটিতে বাংলাদেশি হাইকমিশন এবং বাংলাদেশ সরকারের উপর সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তিনি আরও জানান, মালয়েশিয়া ইমিগ্রেশন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ই-কাড এবং রিহ্যায়ারিং অন্তভূক্ত হওয়ায় সন্তুষ্ট প্রকাশ করেছেন।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাকী যেসব শ্রমিক এখনও রিহ্যায়ারিং অন্তভুক্ত হয়নি। তাদেরকে রিহ্যায়ারিং অন্তভুক্ত হওয়ার জন্য মালয়েশিয়া ইমিগ্রেশন যথেষ্ট পরিমান সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন।
এ ক্ষেত্রে তারা কোন প্রকার যাতে বাংলাদেশি শ্রমিক ভয়-ভীতি না পেয়ে বা নিবিঘ্নে কাজ করতে পারে এবং রিহ্যায়ারিংয়ে অন্তুভুক্ত হতে পারে সে বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ।
উল্লেখ্য, গত ৩০ জুন কোন ধরণের ঘোষণা ছাড়াই অবৈধ শ্রমিক ধরা শুরু করে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ সপ্তাহব্যাপী এই অভিযানে প্রায় আড়াই হাজারের মত অবৈধ শ্রমিক আটক করে মালয়েশিয়া। যার মধ্যে প্রায় দেড় হাজারের মত বাংলাদেশি শ্রমিক রয়েছে। অবৈধ এসব শ্রমিক আটকের পর তালিকা প্রকাশ এবং শ্রমিকদের বিষয়ে কি ধরণের সিন্ধান্ত নিবে দেশটি সে বিষয়ে চলছিল কূটনৈতিকভাবে আলোচনার চেষ্টা।
No comments:
Post a Comment