১ জুলাই হলো 'কানাডা ডে'। সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে মহাআনন্দে মেতে উঠেছে কানাডার দশটি প্রদেশ এবং তিনটি টেরিটোরিসহ পুরো দেশ।
জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাণীতে সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন। কানাডার এই ১৫০তম জন্ম বার্ষিকী রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে প্রতি সংগঠনের উদ্যোগে প্রত্যেক এলাকায় চলছে হাজার রকমের আয়োজন। যেন বিয়ে বাড়ির মতো সাজানো উৎসবে মাতোয়ারা তিন কোটি ঊনষাট লাখ কানাডিয়ান। সর্বত্রই প্রস্তুতি চলছে- আকর্ষণীয় আতশবাজি, মনোমুগ্ধকর শোভাযাত্রা, চোখ ঝলসানো প্যারেড, আনন্দের নাচ-গান, হ্যাপি বার্থ ডে'র কেক কাটা, সৌহার্দ্যের বারবিউকিউ পার্টির ব্যাপক আয়োজন। অপর দিকে, মন্ট্রিয়লের চলছে ১৭৫ তম জন্ম বার্ষিকী!
উল্লেখ্য, এক সময় বলা হতো- ব্রিটিশ রাজত্বের সূর্যাস্ত নেই, ব্রিটিশের পূর্ব-পশ্চিম একাকার। সেই সূত্রে ব্রিটিশদের উপনিবেশিকতা ছিল কানাডাতেও। নিরীহ কানাডিয়ানদের প্রথমে ফ্রান্স পরে ব্রিটেন শাসন করেছে দীর্ঘ সময়। কানাডার ইতিহাসে অনেক রক্তাক্ত যুদ্ধ আছে, যুদ্ধের স্মৃতি আছে। কানাডা ১৮৬৭ সালের ১ জুলাই ব্রিটিশ কলোনি থেকে মুক্তি অর্জন করে। ১৮৬৮ সালে কনফেডারেশনভুক্ত হয় এবং কানাডা নামে এই কনফেডারেশনটির যাত্রা শুরু হয় ১ জুলাই।
কানাডা মুক্ত হলেও ব্রিটেনের সাথে ভিন্ন বন্ধন রয়েছে। অর্থাৎ এখনো প্রথাগত বিধি মোতাবেক এ রাষ্ট্রের প্রধান হচ্ছেন- ব্রিটেনের রাণী এলিজাবেথ। তার অনুকূলে প্রতিনিধিত্ব করেন নির্বাচিত গভর্নর জেনারেল। যদিও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাণীর কোন নির্বাহী ক্ষমতা নেই। দক্ষিণ মহাসাগর, অ্যাটলান্টিক এবং প্যাসিফিক এই তিন মহাসমুদ্রে পরিবেষ্টিত কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। অর্থাৎ ৯৯,৭৬,১৮৬ বর্গকিলো মিটার। যার রাষ্ট্রীয় নাম- ডোমিনিয়ন অব কানাডা। কানাডায় ১০টি প্রভিন্স বা প্রদেশ এবং ৩টি টেরিটোরিস রয়েছে। আর জনসংখ্যা মাত্র ৩.৬৬ কোটি মাত্র।
এক সময় কাশ্মীরকে ভূস্বর্গ বলা হতো, এখন বলা হয় ভ্যান্কুভারকে। শুধু তাই নয়, কানাডা শরণার্থী এবং ইমিগ্রান্টদের জন্যও স্বর্গরাজ্য। বর্তমানে অভিবাসীর সংখ্যা প্রতি পাঁচজন কানাডিয়ানদের মধ্যে একজন। কানাডার সরকারি ভাষা ইংরেজি এবং ফ্রান্স হলেও এখানে শতাধিক ভাষায় কথা বলে কানাডিয়ানরা। কারণ কানাডা মাল্টি কালচারাল অর্থাৎ বহুজাতির সংস্কৃতির দেশ। শীতপ্রধান ম্যাপলিপের এই দেশে প্রত্যেকেই ভিন্ন জাতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। 'কানাডা' সেন্ট লরেন্স ইরোকোয়াইয়ান একটি শব্দ 'কানাটা' (kanata) থেকে এর ব্যুৎপত্তি। যার অর্থ 'জেলেদের ক্ষুদ্র গ্রাম' অথবা 'বসতি'। এখন সেই বিশাল গ্রামে বসত করে তিন কোটি ছেষট্টি লাখ মানুষ!
No comments:
Post a Comment