তিউনিসিয়ার নারীরা এখন থেকে অমুসলিমদের বিয়ে করতে পারবেন। কয়েক দশক ধরে চলা একটি নিষেধাজ্ঞা বাতিল করায় এই সুযোগ পেতে যাচ্ছেন উত্তর আফ্রিকার সবচেয়ে প্রগতিশীল দেশটির নারীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের নারী মুখপাত্র সাঈদা গারাচ বলেন, ‘নিজের সঙ্গী বাছাইয়ের স্বাধীনতা ফিরে পাওয়ায় তিউনিসিয়ার নারীদের অভিনন্দন।’ জানা গেছে, ১৯৭৩ সাল থেকে চলা এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহারের কথা গত মাসে সরকারকে বলেছিলেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাঈদ এসেবসি।
এর আগে, কোনো মুসলিম নারীকে বিয়ে করতে চাইলে অমুসলিম পুরুষদের ইসলাম ধর্ম গ্রহণ করতে হতো। এর প্রমাণ হিসেবে তাকে সনদ দেখাতে হতো। মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো ওই নিয়ম বাতিলের জন্য দীর্ঘ দিন ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছিলো।নতুন নির্দেশনাটি এখন থেকেই কার্যকর হবে এবং দম্পতিরা নিজেদের বিয়ে সরকারি অফিসে তালিকাভুক্ত করতে পারবে। উল্লেখ্য, দেশটির ৯৯ ভাগ মানুষই মুসলমান। নারী অধিকারের প্রশ্নে আরব দেশগুলোর মধ্যে তিউনিসিয়া খুবই নমনীয়।
বিবিসি।
No comments:
Post a Comment