বেনজির ভুট্টো হত্যা মামলায় পাকিস্তানের সাবেক স্বৈরশাসককে পারভেজ মুশাররফকে পলাতক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির অ্যান্টি টেররিজম আদালতে দেয়া আদালতে তেহরিক ই তালিবানের ৫ জনকে রেহাই দেয়া হয়েছে এবং দুই পুলিশ কর্মকর্তাকে কর্তব্যে অবহেলার জন্য কারাদণ্ড দেয়া হয়েছে।
২০০৭ সালের ডিসেম্বরে এক নির্বাচনী সমাবেশে বেনজির ভুট্টোকে গুলি ও বোমা হামলা করে হত্যা করা হয়। ২০১১ সালে এই হত্যা মামলায় পারভেজ মোশাররফের নাম অন্তর্ভুক্ত করা হয়। বিচারকরা এই মামলায় স্বাক্ষ্য প্রমাণের অপ্রতুলতার কথা বলে অসন্তোষ প্রকাশ করেছেন।
জেনারেল মোশাররফ স্বেচ্ছা নির্বাসনে পাকিস্তানের বাইরে আছেন, এখন তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। তিনি এই রায়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং এর সঙ্গে কোনো ধরণের সংশ্লিষ্টতা অস্বীকার করেন তিনি। তার সরকার এই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তান তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদকে দায়ী করে। তবে মেহসুদ এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা অস্বীকার করেন।
পাকিস্তান তথা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাবশালী ভুট্টো পরিবারের সন্তান বেনজির ভুট্টো দুইবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন। জুলফিকার আলি ভুট্টোর মেয়ে বিশ্বে ‘ডটার অব দ্য ইস্ট’ নামে খ্যাত। ২০১০ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, বেনজিরের মৃত্যু ঠেকানো যেত, কিন্তু মুশাররফের সরকার তাকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করেনি। ডন ও বিবিসি।
No comments:
Post a Comment