এ পর্যন্ত কিউবায় পাঁচজনের দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে তাদের সবাই ভেনিজুয়েলায় গিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়।
মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত প্রাপ্তবয়স্কদের দেহে সামান্য জ্বর, মাথা ও হাড়ের সংযোগ স্থলে ব্যথাসহ ছোটখাটো লক্ষণ দেখা দেয়।
বর্তমানে প্রাণঘাতী জিকা ভাইরাসের কোনো প্রতিষেধক নেই। আক্রান্ত দেশগুলো ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে মশার বংশবিস্তার রোধ ও মশা নিধনের ওপর জোর দিচ্ছে।
ব্রাজিলে এই ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দেশটির ৭৪৫টি নবজাতক শিশু মাইক্রোসেফ্যালিতে (অস্বাভাবিক ছোট মাথা) আক্রান্ত হয়েছে। অন্তঃসত্ত্বা নারীরা জিকা ভাইরাসে আক্রান্ত হলে নবজাতক শিশুরা এই রোগে আক্রান্ত হয়।
No comments:
Post a Comment