Social Icons

Sunday, March 13, 2016

দক্ষিণ আমেরিকার গায়েনা

 অবস্থান দক্ষিণ আমেরিকার উত্তরাংশে সুরিনাম এবং ভেনিজুয়েলার মাঝে অবস্থিত। দেশটির সীমান্তে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর।
মোট এলাকা ২,১৪,৯৭০ বর্গকিলোমিটার।
স্থলভাগ ১,৯৬,৮৫০ বর্গকিলোমিটার।
জলভাগ ১৮,১২০ বর্গকিলোমিটার।
স্থল সীমান্ত ২,৪৬২ কিলোমিটার।
সীমান্তবর্তী দেশ ব্রাজিল ১,১১৯ কিলোমিটার, সুরিনাম ৬০০ কিলোমিটার, ভেনিজুয়েলা ৭৪৩ কিলোমিটার।
সমুদ্র উপকূলীয় ভূমি ৪৫৯ কিলোমিটার।
আবহাওয়া গ্রীষ্মমণ্ডলীয় উষ্ণ, আর্দ্র, উত্তর-পূর্ব নিয়ত বায়ুপ্রবাহের দ্বারা প্রবাহিত হয়, দুটি বর্ষাকাল (মে থেকে মধ্য আগস্ট, মধ্য নভেম্বর থেকে মধ্য জানুয়ারি) বিরাজমান।
প্রধান নদী ডিমিরেরা, ইসেকুইবো, কোরেনটাইন, বারবিসি।
উচ্চতম অঞ্চল রোরাইমা শৃঙ্গ, ৯,০৯৪ ফুট (২,৭৭২ মিটার)।
নিম্নতম অঞ্চল উচ্চ স্রোতের সময়কালে সমতল থেকে তটরেখার কিছু অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে থাকে।
প্রাকৃতিক সম্পদ মূল্যবান পাথর, সোনা, হীরক, কাঠ, চিংড়ি, মাছ।
প্রাকৃতিক দুর্যোগ বর্ষাকালে আকস্মিক বন্যা দেখা যায়।
ঐতিহাসিক পটভূমি সতের শতকের গায়েনা একটি ডাচ উপনিবেশ ছিল। ১৮১৫ সালে দেশটি ব্রিটিশদের অধীনে আসে। দাসপ্রথা রহিত করার ফলে কৃষ্ণাঙ্গরা নগরাঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং উৎপাদনের জন্য অনেক শ্রমিক ভারত থেকে এখানে আসে। এতে আদি সংস্কৃতির মিশ্রণ ঘটে এবং অস্থিতিশীল রাজনৈতিক অবস্থার সৃষ্টি হয়। গায়েনা ১৯৬৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। কিন্তু ১৯৯০ সালের প্রথম ভাগ পর্যন্ত এখানে সমাজতান্ত্রিক ভাবধারার সরকার ক্ষমতায় ছিল। ১৯৯২ সালে চেডডি জাগান সরকারপ্রধান হিসেবে নির্বাচিত হন। এই নির্বাচন ছিল স্বাধীনতার পর প্রথম অবাধ নিরপেক্ষ নির্বাচন। পাঁচ বছর পর তাঁর মৃত্যু হলে স্ত্রী জানেট ক্ষমতায় আসেন। কিন্তু দুর্বল স্বাস্থ্যের জন্য ১৯৯৯ সালে তিনি পদত্যাগ করেন, তাঁর উত্তরসূরি রাহরাত জাগডিও ২০০১ সালে নির্বাচিত হন।
জাতীয়তা গায়েনিস।
জনসংখ্যা ৭,০৫,৮০৩ জন (২০০৪)।
জন্মহার প্রতি হাজারে ১৭.৮৫ জন (২০০৪)।
মৃত্যুহার প্রতি হাজারে ৯.৭১ জন (২০০৪)।
গড় আয় পুরুষ ৬০.১২ বছর, মহিলা ৬৪.৮৪ বছর (২০০৪)।
ধর্ম খ্রিষ্টান ৫০%, হিন্দু ৩৫%, মুসলিম ১০%, অন্যান্য ৫%।
ভাষা ইংরেজি, আমেরিন্ডিয়ান উপভাষা, ক্রিয়োল, হিন্দি, উর্দু।
শিক্ষিতের হার মোট জনসংখ্যার ৯৮.৮ শিক্ষিত; পুরুষ ৯৯.১%, মহিলা ৯৮.৫% (২০০৩)।
বসবাসকারী জাতিগোষ্ঠী পূর্ব ভারতীয় ৫০%, কালো ৩৬%, আমেরিন্ডিয়ান ৭%, শ্বেতাঙ্গ, চায়নিজ এবং মিশ্র ৭%।
দেশটির সরকারি নাম কো-অপারেটিভ রিপাবলিক অব গায়েনা।
সংক্ষিপ্ত নাম গায়েনা।
সরকার পদ্ধতি কমনওয়েলথের অধীন প্রজাতন্ত্র।
রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট।
সরকার প্রধান প্রধানমন্ত্রী।
রাজধানী জর্জটাউন।
প্রদেশ ১০টি অঞ্চল।
স্বাধীনতা লাভ ২৬ মে ১৯৬৬ (যুক্তরাজ্যের কাছ থেকে)।
মুদ্রা গায়েনিস ডলার (GYD)।
রাজস্ব বাজেট ২৬৩.৪ মিলিয়ন মার্কিন ডলার (২০০৩)।
সামরিক বাহিনী দায়িত্বে নিয়োজিত মোট সৈন্যসংখ্যা ১,৬০০ জন; স্থলবাহিনী ৮৭.৫%, নৌবাহিনী ৬.৩%, বিমানবাহিনী ৬.২% (২০০০)।
সড়কপথ ৭,৯৭০ কিলোমিটার; পাকা সড়ক ৫৯০ কিলোমিটার, কাঁচা সড়ক ৭,৩৮০ কিলোমিটার (১৯৯৬)।
রেলপথ ১৮৭ কিলোমিটার (২০০১)।
জলপথ ৫৯,০০০ কিলোমিটার (সমস্ত পথটি নৌচলাচলের যোগ্য) সমুদ্রগামী পথে বেরবিস, ডেমারারা এবং এসসেকুইবো নদীতে যথাক্রমে ১৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার এবং ৮০ কিলোমিটার পথ নৌযান চলাচলের যোগ্য।
বন্দর ও পোতাশ্রয় বারটিকা, জর্জটাউন, নিউ অ্যামস্টার্ডাম, পারিকা।
বিমানবন্দর ৫১টি (২০০০)।
মোট দেশজ 
উৎপাদন (GDP) ২.৭৯৭ বিলিয়ন মার্কিন ডলার (২০০৩)।
মোট মাথাপিছু 
উৎপাদন ৪,০০০ মার্কিন ডলার (২০০৩)।
প্রধান রপ্তানি দ্রব্য চাল, চিনি, আখ, চিংড়ি, কাঠ, সোনা, সুরাজাতীয় পানীয়, বক্সাইট।
আমদানি দ্রব্য খাদ্য, যান্ত্রিক দ্রব্য, প্রক্রিয়াজাত পণ্য, পেট্রোলিয়াম।
বাণিজ্য সহযোগী 
রাষ্ট্রসমূহ কানাডা, গ্রেট ব্রিটেন, ত্রিনিদাদ ও টোবাগো, যুক্তরাষ্ট্র, ভেনিজুয়েলা।


No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates