এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে আজ সন্ধ্যায় শ্রীলংকার মুখোমুখি হবে পাকিস্তান। সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে ভারতের কাছে হারলেও টানা তিন ম্যাচে জয় নিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ।
আগামী রোববার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। তাই আজকের এই ম্যাচটি নিয়মরক্ষারই বলা যায়। কেননা পাকিস্তান বা শ্রীলংকা যে দলই জয় পাক না কেন ফাইনালের হিসাব নিকাশ পরিবর্তন হবে না।
এবারের এশিয়া কাপের আগে থেকেই ভালো ফর্মে নেই পাকিস্তান এবং শ্রীলংকার ক্রিকেটাররা। ভারতের কাছে শ্রীলংকা এবং ইংল্যান্ডের কাছে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ হেরেছে।
এশিয়া কাপে অপেক্ষাকৃত দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা জয়ের মিশনে নামে লংকানরা। তবে ওই একটি ম্যাচেই জয় পেয়েছে তারা। ভারত এবং বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলংকা।
অন্যদিকে পাকিস্তানের অবস্থাও শ্রীলংকার মতো। তারাও আরব আমিরাতের বিপক্ষে জয়লাভ করেছে। আর এশিয়া কাপের কোয়ালিফাইং থেকে উঠে আসা আরব আমিরাত একটি ম্যাচেও জয় পায়নি।
তবে আজকের ম্যাচটা নিয়মরক্ষার হলেও পাকিস্তান এবং শ্রীলংকা তাদের নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াইয়েই মাঠে নামবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment