Social Icons

Friday, March 4, 2016

আমি চুমুও খাব, বিকিনিও পরব : পরীমনি

ঢাকাই চলচ্চিত্রে এই মুহূর্তের সবচেয়ে ব্যস্ততম নায়িকা পরীমনি। সব সময় মিডিয়াতে আলোচনার কেন্দ্রেই থাকতে ভালোবাসেন তিনি। কোনো ব্যবসাসফল সিনেমা উপহার না দিতেও পারলেও একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন।

কিছুদিন আগে ফেসবুকে তার বাগদানের কথা জানান। তবে সেই বাগদানের বিষয়টি নাকি ভুয়া ছিল বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। এছাড়া পরীমনির নাকি আগেও বিয়ে হয়েছিল বলে সম্প্রতি ফেসবুকে খবর বের হয়। তার কামিন নামাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছাপা হয়।

বিতর্কিত এই নায়িকা ভারতের প্রভাবশালী পত্রিকা 'আনন্দবাজারে' সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটি পাঠকদের জন্য তুলে ধরা হলো...

কেমন আছেন?

খুব ভালো। এই কিছুক্ষণ আগে শুটিং থেকে ফিরলাম। এবার ডিনার খেতে খেতে আপনার সঙ্গে গল্প করব।

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় কাজ করছেন আপনি। কেমন অভিজ্ঞতা?

এখন যেটার শুটিং করছি সেটা পরিচালক গিয়াসুদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। এটা যৌথ প্রয়োজনার ছবি। এখানে আমার নায়ক ইয়াশ সোহান। খুব ভালো অভিজ্ঞতা। আর এই যৌথ উদ্যোগ তো খুব পজেটিভ।

অভিনেত্রী হিসেবে নিজেকে ১০-এ কত দেবেন?

দু’য়ের বেশি দেব না। কারণ আমি এখনও শিখছি। প্রতিদিনই আমার নতুন নতুন পরীক্ষা চলছে। তাই এই বিচার করার আমি কেউ নই। তবে অভিনয়টা আমার মধ্যে আছে এটা আমি জানি।

ঢাকাই নায়িকাদের দৌড়ে আপনি নিজেকে কোথায় রাখবেন?

একটা কথাই বলব, ইন্ডাস্ট্রিতে অনেকে এসেই পরিমণি হতে চায়। তবে আমি কারও জায়গা নিতে চাই না। আমি মনে করি, ব্যক্তিগত আক্রমণ না করে প্রত্যেকেরই নিজের জায়গা করে নেয়া উচিত।

ক’দিন ধরে ফেসবুকে ইসমাইল নামে একজনের সঙ্গে আপনার ছবি নিয়ে খুব হৈ চৈ চলছে। ব্যাপারটা কী বলুন তো?

বাংলাদেশের কিছু মানুষ আসলে খুব হিংসুটে। আমি লক্ষ্য করে দেখেছি, নায়ক-নায়িকার সিনেমা রিলিজের আগে এমন কিছু করেন যাতে তাদের নিয়ে নেগেটিভ লেখালিখি হয়। কিন্তু এসব প্রমাণ করাটা কঠিন। এসব ভিত্তিহীন আলোচনা।

নিজের দেশের মানুষকে হিংসুটে বলছেন?

কী করব বলুন? না বলে উপায় নেই। আমার মনে হয় কেউ আমার ক্ষতি করার চেষ্টা করছে।

সেকি! কে আপনার এত বড় শত্রু?

জানি না। শুধু এটুকু জানি, বাংলাদেশের দর্শক আমাকে দারুণ পছন্দ করেন। ২০১৬-তে এসে যখন তখন ভুয়ো ছবি বানিয়ে ফেলা যায়। আমার কাছে এটা হাস্যকর। যেখানে সকালে-বিকেলে যাকে তাকে হাজব্যান্ড বানিয়ে ফেলা হচ্ছে, সেখানে এ সব তো হতেই পারে।

আপনি কি সত্যিই ইসমাইল নামে কাউকে চেনেন?

চিনি তো। ইসমাইল নামে আমি দু’জনকে চিনি। তবে এ কে, কোথা থেকে এল, বলতে পারব না।

অভিনয়ের জন্য আপনি কতটা সাহসী হতে পারবেন? পর্দায় চুমু খেতে বা বিকিনি পরতে আপত্তি আছে?

দেখুন, শিল্পীদের ক্ষেত্রে এই ট্যাবু থাকা উচিত নয়। আমারও নেই। তাই চিত্রনাট্যের ডিমান্ড থাকলে আমি চুমুও খাব, বিকিনিও পরব।

কোনও স্বপ্নের চরিত্র?

রবীন্দ্রনাথের গল্পের যে কোনও চরিত্রে অভিনয় করা আমার স্বপ্ন।

কেন?

রবি ঠাকুর আমার প্রথম প্রেমিক। আমি আঁকতে শেখার পর প্রথম ওর ছবিই এঁকেছি। তাই এই অবসেশন আমার আছে। এমনকি আমি এটাও ঠিক করে নিয়েছি নামের অক্ষরে ‘র’ না থাকলে সেই ছেলেকে আমি বিয়ে করব না।

এমন সিদ্ধান্ত কেন?

রবীন্দ্রনাথকে তো পেলাম না। তাই দুধের স্বাদ ঘোলেই মেটাব।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates